করোনার প্রভাবে গৃহবন্দী ও গৃহবন্দীশ্রমজীবী মানুষের পাশে-“সৎ সংঘ সংস্থা”

0
194
728×90 Banner

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ বাংলাদেশে করোনার প্রভাবে কার্যরত পুরো দেশ লকডাউন রয়েছে । এতে রাজধানীর তুরাগের শ্রমজীবী মানুষগুলো চরম অর্থকষ্টের সম্মুখীন । এই পরিস্থিতিতে কর্মহীন, গৃহবন্দী, নিম্ন ও গৃহবন্দী মানুষের পাশে দাঁড়িয়েছেন তুরাগের ঐতিহ্যবাহী সামাজিক সংগঠন “সৎ সংঘ সংস্থা” নামের একটি সংগঠন । এই সংগঠনের সদস্যরা নিজ অর্থায়নে ইতিমধ্যে খাদ্যদ্রব্যসহ বিভিন্ন নিত্যপণ্য প্যাকেটজাত করে পৌঁছে দিয়েছেন অনেক অসহায় পরিবারের মাঝে । সংগঠনের সদস্যরা বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সরকার করোনা মোকাবেলায় এরই মধ্যে সম্ভাব্য সকল প্রস্তুতি সম্পন্ন করেছেন । সৃষ্টিকর্তার অশেষ মেহেরবানী ও সরকারের গৃহীত সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশে করোনা ভাইরাস মহামারী রূপ ধারণ করেনি । তবে আমাদের আত্মতুষ্টিতে বসে থাকলে চলবে না । তাই আমরা সরকারের নির্দেশ মোতাবেক যেকোনো পরিস্থিতি মোকাবেলা করতে প্রস্তুত রয়েছি । আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছি যাতে করে আমাদের এলাকার কাউকে যেন না খেয়ে থাকতে না হয় । আর আমদের “সৎ সংঘ সংস্থা”র এই উদ্যোগ দেখে সমাজের অনেক বিত্তবানরা ইতি মধ্যে তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন এবং অনেক বিত্তবানরা তাদের ত্রাণসামগ্রী আমাদের মাধ্যমে দরিদ্রদের মাঝে বিতরন করাচ্ছেন । এখনো সমাজের কোন বিত্তবান যদি কোন ত্রাণসামগ্রী আমাদের মাধ্যমে দরিদ্রদের মাঝে বিতরন করতে চান, তাদের দেওয়া ত্রাণসামগ্রী দরিদ্রদের মাঝে বিতরন করতে আমরা সর্বদা প্রস্তুত রয়েছি ইনশাল­াহ । উক্ত “সৎ সংঘ সংস্থা”টি ২০১৯ইং সালের শুরুর দিকে রাজধানীর তুরাগ এলাকার কয়েক যুবক ও শিক্ষার্থী মিলে প্রতিষ্ঠিত করেন । প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সংগঠনে যুক্ত হওয়া সদস্যরা মানব সমাজ উন্নয়নে ব্যাপক ভূমিকা রেখে যাচ্ছেন । বর্তমানে “সৎ সংঘ সংস্থা”র প্রায় ২০জন সদস্য রয়েছেন এবং তারা সকলেই তাদের কর্ম ও লেখাপড়ার পাশাপাশি দেশ ও মানব সেবায় নিয়োজিত রয়েছেন ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here