করোনায় কর্মহীনদের মাঝে ডিএসসিসির খাদ্যসামগ্রী বিতরণ শুরু

0
125
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : প্রাণঘাতি করোনাভাইরাসের কারণে কর্মহীন হয়ে পড়া ছিন্নমূল ৫০ হাজার মানুষের মাঝে খাদ্যবিতরণ কর্মসূচি শুরু করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। শনিবার (২৮ মার্চ) বিকেলে পুরান ঢাকার বাহাদুর শাহ পার্কে মাসব্যাপী এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি।
এসময় মেয়র বলেন, ‘আমাদের নগরবাসীদের অনেকেই দিন এনে দিন খান। তাদের অনেকেই দিনমজুর। এখানে অনেক মানুষ রয়েছেন যারা নিম্নবিত্ত। করোনাভাইরাসের কারণে আজ তারা কর্মহীন হয়ে পড়েছেন। কাজ না থাকার কারণে তাদের নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী জোগাড় করা দুরূহ হয়ে পড়েছে। এ অবস্থায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনপ্রতিনিধি ও তার সরকারকে হতদরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর জন্য নির্দেশ দিয়েছেন।’
প্রধানমন্ত্রীর নির্দেশনায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তার অধিক্ষেত্র এলাকা ৫০ হাজার পরিবারকে একমাস সম্পূর্ণ বিনামূল্যে নিত্যপ্রয়োজনীয় খাদ্য সামগ্রী সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে। আজ থেকে আমাদের এই কার্যক্রম শুরু হচ্ছে। আমরা মাসব্যাপী এই কার্যক্রম পরিচালনা করবো। আমরা আমাদের সমস্ত চেষ্টা ও শক্তি দিয়ে এই অসহায় জনগণের পাশে দাঁড়াতে দৃঢ় প্রতিজ্ঞ বলেও জানান সাঈদ খোকন।
তিনি আরও বলেন, ‘আমি আপনাদের নির্বাচিত মেয়র হিসেবে- যারা এই শহরের বিত্তবান-স্বচ্ছল রয়েছেন, যারা মানুষকে ভালোবাসেন তাদেরও নিজ নিজ অবস্থান থেকে এই অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য আকুল আবেদন জানাচ্ছি। আমরা সাবই মিলে এই দুর্যোগ মোকাবিলা করবো ইনশাআল্লাহ।’
মাসব্যাপী খাদ্যসামগ্রী বিতরণের জন্য আমরা ওয়ার্ডইভিত্তিক কমিটি গঠন করেছি জানিয়ে মেয়র বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধি ও সিটি করপোরেশন ও বিভিন্ন দফতরের সমন্বয়ে এই কমিটি গঠন করা হয়েছে। তাদের সমন্বয়ে ছিন্নমূল কর্মহীন মানুষের তালিকা প্রণয়ন করা হয়েছে। যতো দ্রুত সম্ভব আমরা সবার মাঝে খাদ্যসামগ্রী পৌঁছে দিবো।’
এসময় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ মোহাম্মদ এমদাদুল হক, সচিব মোস্তফা কামাল মজুমদারসহ অন্যরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here