করোনায় কৃষকের দুশ্চিন্তার কথা শুনে ধান কেটে দিল গাজীপুর মহানগরের ছাত্রলীগ

0
136
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদকঃ বৈশাখ মাস কৃষকের ইরি-বরো ধান কাটার সময়।কিন্তু অন্যদিকে রয়েছে করোনাভাইরাস এবং ঝড় বৃষ্টির ভয় এতে ধান কেটে ঘরে উঠানোর জন্য দুশ্চিন্তায় পরে যায় কৃষকেরা।ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় হতাশ হয়ে পরেছে এই কৃষকেরা।এই কথা শুনে গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃমঈনুল হোসাঈন মোল্লা (মঈন) ও তার নেতৃত্বে আরও ছাত্রলীগের কর্মীরা ছুটে যান মাঠে ও কৃষকের ধান কেটে তাদের ঘরে তুলে দিয়ে আসে।একই সঙ্গে খাদ্য সংকটে থাকা অসহায় মানুষের বাড়িতে বাড়িতে খাদ্য দিয়ে সহায়তা করছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃমঈনুল হোসাঈন মোল্লা (মঈন) ও ছাত্রলীগের কর্মীরা।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃমঈনুল হোসাঈন মোল্লা (মঈন) বলেন,কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশক্রমে আমরা কৃষকের পাশে এসে দাঁড়িয়েছি। কেন্দ্রীয় ছাত্রলীগ নির্দেশ দিয়েছে কৃষকদের পাশে থাকতে। ছাত্রলীগ যেকোনও মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থাকে।এমনকি আমরা কৃষকের এই সহায়তা করার কার্যক্রমটি চালিয়ে যাব যত দিন না কৃষকের ধান কেটে তাদের ঘড়ে তুলে দিতে পাড়ি এবং তাদের চিন্তা মুক্ত করেতে পাড়ি।আমরা সবাই এই ভাইরাসের জন্য নিজেরা সচেতন থেকে দুরুত্ব বজায় রেখে আমাদের কাজ করে যাচ্ছি।৪৯নং ওয়ার্ড পূবাইল থানা,গাজীপুর মহানগর এসে আমাদের এই কার্যক্রমটি শুরু করেছি এবং কার্যক্রমটি আমরা চালিয়ে যাবো।
ছাত্রলীগের সহায়তা দেখে কৃষক মন্টু ঘোষ বলেন,আমাদের ধান কাটার জন্য শ্রমিক না পাওয়ায় আমরা পুরোপুরি হতাশ হয়ে পড়েছিলাম।কারন এসমায় ধান না কাটতে পারলে আমাদের ধান বৃষ্টিতে পানি উঠে নষ্ট হয়ে যেত কিন্তু মঈনুল হোসাঈন মোল্লা (মঈন) ভাই এসে আমার ৩বিঘা জমির ধান কেটে আমার ঘরে তুলে দিয়েছেন।আমি তাদের প্রতি চির কৃতঙ্গ থাকবএবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ আমাদের এই দুরসময় আমাদের পাশে থাকার জন্য।
গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃমঈনুল হোসাঈন মোল্লা (মঈন) ভাইয়ের সাথে সহযোগীতায় রয়েছেন গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক কার্য- নির্বাহী সদস্য মোঃ এনামুল হোসাঈন মোল্লা,গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক কার্য- নির্বাহী সদস্য মোঃসোহেল ভূইয়া,গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মোঃখোরশেদ আলম রিয়াদ,৪৯নং ওয়ার্ড এর সহ-সভাপতি ইমরান ফয়সাল বাবু, জয়,কাজী এরফান হোসেন,হৃদয় তালুকদার,ফয়সাল,সাব্বির,সবুজ,তারেক,রিফাত,ফাহিম,ইকবাল সহ মোট ৫০ জন ছাত্রলীগ কর্মী।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here