করোনা মোকাবেলায় সর্বদলীয় সম্মিলিত সামাজিক দূর্গ গড়ে তুলতে হবে…….মুসলিম লীগ- বি এম এল

0
80
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : বাংলাদেশ মুসলিম লীগ-বি এম এল এর ঈদ-উল আযহা পরবর্তী ৩ আগস্ট ২০২১, সকালে এক ভার্চ্যুয়াল ঈদ পুণর্মিলনী আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, দীর্ঘ করোনাকালীন স্থবিরতায় হাহাকারের মাঝে কর্মহীনদের পরিবার দিনাতিপাত করছে। করোনার করাল গ্রাসে কোটি কোটি পরিবার ইতিমধ্যে দরিদ্রসীমার নীচে নেমে গেেছ। পিপিআরসি ও ব্রাকের সাম্প্রতিক গবেষণা জরিপেও মানুষের প্রতিনিয়ত দরিদ্র সীমার নীচে নামার তথ্য প্রকাশিত হয়েছে। করোনা মোকাবেলায় সর্বদলীয় সম্মিলিত সামাজিক দূর্গ গড়ে তুলে বিরাজমান পরিস্থিতির মোকাবেলা করা যাবে বলে মুসলিম লীগ- বি এম এল মনে করে। যত তাড়াতাড়ি সম্ভব ১৮ বছর বয়স অবদি নাগরিকদের গণটিকার আওতায় এনে স্বাস্থ্যবিধি কঠোরভাবে পালন সাপেক্ষে কর্মচাঞ্চল্য সৃষ্টি ও অব্যাহত রাখা একান্ত প্রয়োজন। নচেত জীবন-যাপনে হাহাকার আরো তীব্র আকার ধারণ করার আশঙ্খা রয়েছে।
সরকার করোনা মোকাবেলায় ব্যর্থতার পরিচয় দিচ্ছে। টিকা প্রদানসহ সরকারের পদত্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুর হিসাবের সাথে বাস্তবতার ব্যাপক গড়মিল রয়েছে বলে মুসলিম লীগ- বি এম এল মনে করে। জীবন-জীবিকা যেখানে প্রধান ও মুখ্য বিষয় সেখানে বাস্তবতার সাথে সম্পর্কহীন যে কোন বক্তব্য জনগণ প্রত্যাখ্যান করতে বাধ্য হবে।
বাংলাদেশ মুসলিম লীগ- বি এম এল নির্বাহী সভাপতি এ বি এম ফাখরুজ্জামান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চ্যুয়াল ঈদ পুণর্মিলনী আলোচনা সভায় অংশথগ্রহণ করেন দলীয় মহাসচিব এডভোকেট শেখ জুলফিকার বুলবুল চৌধুরী, দলীয় সহ-সভাপতিবৃন্দ যথাক্রমে এডভোকেট আখতার জাহান রুকু, চেয়ারম্যান আজিজুর রহমান লিটন, সরোয়ার-ই-আলম খান, এম এ মোমিন, সহ-সম্পাদক মোশারফ হোসেন তারা, দলীয় নেতা মোঃ জিয়াউর রহমান জিয়া ও মোঃ হোসেন প্রমুখ।
আলোচনা সভায় নেতৃবৃন্দ বলেন, করোনা মহামারীর মধ্যে ডেঙ্গুর প্রাদুর্ভাব দেখা দিয়েছে। অভিযোগ উঠেছে ঈদ-উল আযহার পর পরেই চামড়া ব্যবসায় পরিকল্পিতভাবে ধস নামানো হয়েছে। কিশোর গ্যাং এর দৌরাত্ব অনেকটা অপ্রতিরোদ্ধ পর্যায়ে পৌঁচেছে। কালো টাকা সাদা করার সুযোগে এক শ্রেণীর লোক ধনী হচ্ছে, অপর দিকে কর্মহীনদের মাঝে চাপা হাহাকার বিরাজ করছে।
ঈদ পুণর্মিলনী আলোচনা সভায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ভাইস চ্যান্সেলর অধ্যাপক মোঃ আলী, একই বিশ্ববিদ্যালয়ের খ্যাতিমান অধ্যাপক ড. আব্দুর রশিদ ও অধ্যাপিকা খালেদা হানুমের ইন্তেকালে শোক প্রকাশ ও মরহুমদের রুহের মাগফেরাত কামনা করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here