কলড্রপ বন্ধে বিটিআরসিকে কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান …… মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন

0
271
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ ১৯ ফেব্রুয়ারী ২০১৯ মঙ্গলবার বাংলাদেশ মুঠোফোন গ্রাহক এসোসিয়েশন এর সভাপতি মহিউদ্দিন আহমেদ এক বিবৃতিতে বলেন, গণমাধ্যমের বরাত দিয়ে জানাতে পারলাভ কলড্রপে সবচেয়ে এগিয়ে গ্রামীণফোন। যার পরিমাণ ৩ দশমিক ৩৮ শতাংশ। বিটিআরসির আইন অনুযায়ী ২ শতাংশের অধিক কলড্রপ করা অপরাধ। বিটিআরসির টেস্ট ড্রাইভের পরিসংখ্যান অনুযায়ী ১ দশমিক ৩৮ শতাংশ আইন বহির্ভূত ভাবে হচ্ছে। অন্যদিকে রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিটকেরও কলড্রপের প্রতিষ্ঠান বেশি। কলড্রপের চার্জ না কাটার ব্যাপারে মহামান্য হাইকোর্টের একটি নির্দেশনা ইতিমধ্যেই রয়েছে। এতকিছুর পরেও কেন কোন নির্দেশনা বাস্তবায়ন হচ্ছে না তা আমাদের কাছে বোধগম্য নয়।
নরওয়ের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান টেলিনরের বিরুদ্ধে সেই দেশের টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ সংস্থা ৭২০ কোটি টাকা জরিমানার নজিরও আমরা লক্ষ্য করেছি। কিন্তু আমাদের দেশে ঐ দেশের রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান বৎসরে ৩ হাজার ৫ শত ২০ কোটি টাকা লাভ করলেও তাদের বিরুদ্ধে শুধু চিঠি ও প্রতিবেদন প্রকাশ করে গ্রাহকদের স্বার্থরক্ষা বা রাষ্ট্রের কোন লাভ আছে বলে আমরা মনে করি না। আমরা চাই প্রত্যক্ষ গ্রাহক স্বার্থরক্ষা ও রাষ্ট্রীয় আইন প্রয়োগে বিটিআরসি কার্যকর উদ্যোগ গ্রহণ করবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here