
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধ: বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৪ তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষ্যে পটুয়াখালী জেলায় ১০ লাখ গাছের চারা বিতরন কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্ভোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে কলাপাড়া পৌরসভা প্রাঙ্গনে এ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিধি বরিশাল বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন আহম্মেদ।
জেলাব্যাপী এ কর্মসূচির অংশ হিসেবে কলাপাড়ায় প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, মাদরাসা ও কলেজসহ মোট ৩১৪ টি শিক্ষা প্রতিষ্ঠানে মোট ৭৫ হাজার গাছের চারা বিতরন করা হবে। যার প্রথম দফায় ১০ হাজার বিতরন করা হয়।
কলাপাড়া পৌরসভার মেয়র বিপুল চন্দ্র হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালীর জেলা প্রশাসক মো. মতিউল ইসলাম চৌধুরী, কলাপাড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম রাকিবুল আহসান, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মুনিবুর রহমান।






