নড়াইলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৭ জন আশংকাজনক

0
139
728×90 Banner

উজ্জ্বল রায়, নড়াইল প্রতিনিধি: নড়াইলে ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে ৭ জন হাসপাতালে ভর্তি হয়েছে। দুই শিশুর অবস্থার অবনতি ঘটায় তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। সিভিল সার্জন জানিয়েছেন, আক্রান্তদের সকল প্রকার চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। চলতি মাসের ১৭ তারিখ থেকে আজ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত রোগীরা হলেন, নড়াইলের কালিয়া উপজেলার বনগ্রামের রেজাউল ইসলামের ছেলে শাফলু (৩০), নড়াইলের কালিয়া উপজেলার কালডাঙ্গা গ্রামের তৈয়েবুর রহমানের ছেলে রিয়াজ (২৫), নড়াইলের কালিয়া উপজেলার বনগ্রামের হাফিজুর রহমানের ছেলে শাকিল (২০), মাগুরা জেলার মধুখালী গ্রামের খালেক মোল্যা ছেলে কাইজার (১৯) নড়াইল শহরের মহিষখোলা গ্রামের কাসেম মোল্যার ছেলে আবুল কালাম(১৯) নড়াইল সদরের ননিক্ষির গ্রামের গৌরাঙ্গ বিশ্বাসের মেয়ে বিপাশা বিশ্বাস (৮) এবং নড়াইলের লোহাগড়া উপজেলার তালবাড়ি গ্রামের রকিবুল ইসলামের ছেলে মেহেদী হাসান (৮) বিপাশা বিশ্বাস ও মেহেদী হাসানের শারীরিক অবস্থা অবনতি হওয়ায় নড়াইল হাসপাতাল থেকে তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নড়াইলের সিভিল সার্জন ডা. আসাদ-উজ-জামান মুন্সি বলেছেন, নড়াইলে ডেঙ্গু আক্রান্তদের পরীক্ষা নিরিক্ষার সকল প্রকার সহায়তা দেয়া হচ্ছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here