কলাপাড়ায় নবম শ্রেণির মাদ্রাসা ছাত্রীকে কু-প্রস্তাবে ব্যর্থ হয়ে ছোট ভাইকে অপহরণ

0
198
728×90 Banner

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কলাপাড়ায় নবম শ্রেণির মাদ্রাসার ছাত্রীকে কু প্রস্তাবের পরে বিয়ের প্রস্তাব দিয়ে ব্যর্থ হয়ে ছোট ভাই হাফেজিয়া মাদ্রাসার ছাত্র ১১ বছরের শিশু হৃদয় হাওলাদারকে অপহরন করেছে বখাটে শাহীন হাওলাদার। পুলিশ ও স্থানীয় মেম্বার ইসমাইল হাওলাদারের সহায়তায় অপহরনের ছয় ঘন্টা পরে হৃদয়কে উদ্ধার করা হয়েছে। কিন্তু ধরাছোয়ার বাইরে রয়েছে বখাটে বিবাহিত যুবক শাহীন। ধানখালীর লোন্দা গ্রাম থেকে শুক্রবার বিকাল চারটায় হৃদয়কে হোন্ডায় তুলে নিয়ে আসে। রাত ১০ টায় টিয়াখালী ইউনিয়নের মধ্যটিয়াখালী গ্রামের বিল থেকে উদ্ধার হয় হৃদয়।
হৃদয় জানায়, মাদ্রাসা থেকে বাড়ি ধানখালীর বিদ্যুত প্লান্টের ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন পল্লী স্বপ্নের ঠিকানায় যাচ্ছিল। এসময় প্রথমে আত্মীয় পরিচয় দিয়ে বাড়িতে যাওয়ার কথা বলে হৃদয়কে শাহীন তার সহযোগীকে নিয়ে হোন্ডায় তোলে। এরপরে ভয় দেখিয়ে টিয়াখালী নিয়ে আসে। অপহরনের পরে মোবাইলে হৃদয়ের আরেক বোন তানিয়াকে শাহীন জানায় তাকে ১০ লাখ টাকা দিতে হবে। অন্যথায় বোন নবম শ্রেণির মালাকে বিয়ে দিতে হবে। নইলে হৃদয়কে খুন করা হবে। বাবা নেই। মা ভাইবোন মিলে সাতজনের সংসারটি পুনর্বাসন পল্লী স্বপ্ন্রে ঠিকানার ৩৮/এ চার কক্ষের ঘরটিতে বসবাস করছেন হৃদয়ের পরিবার। বর্তমানে হৃদয় এবং তার বোন মালাকে নিয়ে তারা নিরাপত্তাহীন রয়েছেন বলে আরেক বোন তানিয়া জানান। তবে কলাপাড়া থানার ওসি মো. মনিরুল ইসলাম জানান, দ্রুত ভিকটিম হৃদয়কে উদ্ধার করা হয়েছে। এখন আসামি গ্রেফতারের চেষ্টা চলছে। মামলার প্রস্তুতি চলছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here