
আসাদুল্লাহ মাসুম কাপাসিয়া (গাজীপুর) প্রতিনিধি: জনসংখ্যা উন্নয়নের আন্তর্জাতিক সম্মেলনে ২৫ বছর প্রতিশ্রুতির দ্রুত বাস্তবায়ন এই প্রতিপাদ্যকে সামনে রেখে গাজীপুরের কাপাসিয়া উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের আয়োজনে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়। কাপাসিয়া ইউনিয়নপরিষদের চেয়ারম্যানকে শ্রেষ্ঠ পুরস্কার প্রদান করা হয়।
১১ সেপ্টেম্বর সকালের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স মিলনায়তনে রেলি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা অফিসার মোহাম্মদ আব্দুর রহিমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোসাঃ ইসমত আরা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান রওশনারা সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাক্তার মোঃ আব্দুস সালাম সরকার, অফিসার ইনচার্জ তদন্ত রাজীব কুমার দাস, ডাক্তার আবু হাসান মোস্তফা প্রমুখ।






