গাজীপুরে প্রতারক চক্রের ১৮ সদস্যকে আটক

0
420
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প কর্তৃক গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকা হতে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নেওয়া প্রতারক চক্রের ১৮ জন সদস্যকে আটক করেছে র‌্যাব।
গত ১০ জুলাই ২০১৯ র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর নামে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র প্রতারণা করার উদ্দেশ্যে অবস্থান করিতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর বাসন থানাধীন চান্দনা চৌরাস্তা ১৯শে টাওয়ার সংলগ্ন নুর টাওয়ার এর ৫ম তলায় অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ জহির আহম্মেদ(২৪), পিতা-আঃ মালেক, সাং-হাজারীচক, থানা-জকিগঞ্জ, জেলা-সিলেট, ২। মোঃ জুয়েল রানা(২৫), পিতা-মোঃ ফজর আলী, সাং-জনিকালসা, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ, ৩। মোঃ নুর উদ্দিন(২১), পিতা-সাফি উদ্দিন, সাং-ডুলনা, থানা-চুনারুঘাট, জেলা-হবিগঞ্জ, ৪। মোঃ অসীম(৩০), পিতা-আলী হোসেন, সাং- জনিকালসা, থানা-শিবালয়, জেলা-মানিকগঞ্জ, ৫। মোঃ জাহিদুল ইসলাম(২৩), পিতা-মোঃ মোস্তফা কামাল, সাং-পূর্ব বিরবীরি, থানা-হাতিয়া, জেলা-নোয়াখালী, ৬। মোঃ রাকিবুল ইসলাম রিপন(২২), পিতা-আজিজুল ইসলাম, সাং-হলদী বাড়ী, থানা-কাউনিয়া, জেলা-রংপুর, ৭। মোঃ আসাদ মিয়া(২৪), পিতা-মমতাজ আলী, সাং-আতল, থানা-কোতয়ালী, জেলা-রংপুর, ৮। মোঃ আজিজুল হক(২৪), পিতা-মোঃ সামসুল হক, সাং-উ”াকিলা, থানা-ঈশ্বরগঞ্জ, জেলা-ময়মনসিংহ, ৯। মোঃ রাশেদুল ইসলাম(২৪), পিতা-রফিকুল ইসলাম, সাং-চৈত্রকোল, থানা-পীরগাছা, জেলা-রংপুর, ১০। মোঃ মনিরুজ্জামান(২২), পিতা-মোঃ মাহাবুল হক, সাং-শিবপুর, থানা-বদরগঞ্জ, জেলা- রংপুর, ১১। সজীব দেব(২৩), পিতা-মানিক লাল দেব, সাং-হাতিতিল্লা, থানা-বিরানী বাজার, জেলা-সিলেট, ১২। মোঃ সোহান শেখ(২০), পিতা-মোঃ রিয়াজুল ইসলাম, সাং-আড়পাড়া, থানা-মধুখালী, জেলা-ফরিদপুর, ১৩। মোঃ আব্দুল সামাদ(২৩), পিতা-আঃ কালাম, সাং-চাতলগাও, থানা-কুলাউড়া, জেলা-মৌলভী বাজার, ১৪। ওসমানী আহম্মেদ ফুরকান(২১), পিতা-জগলু আহম্মেদ, সাং-মাছুরা, থানা-বিরানী বাজার, জেলা-সিলেট, ১৫। মিরাজ হোসেন(২৩), পিতা-মোসলেম আলী, সাং-আন্দইলপোতা, থানা-কোতয়ালী, জেলা-যশোর, ১৬। মোঃ আমিনুল ইসলাম(৩৫), পিতা-রেজাউল ইসলাম, সাং-দীঘিরপাড়, থানা-বোয়ালমারী, জেলা-ফরিদপুর, ১৭। আয়ুব আলী(২৩), পিতা-আঃ রহিম, সাং-পৌর সপ্তম খিলা, থানা-ঝিনাইগাতী, জেলা-শেরপুর, ১৮। হেলাল উদ্দিন(৩২), পিতা-মৃত লাল মিয়া, সাং-কুমুন, থানা-সদর, জিএমপি, গাজীপুর, সর্ব এ/পি-দীঘিরপাড়, থানা-বাসন, জিএমপি, গাজীপুরদের’কে হাতে নাতে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত স্বাক্ষীদের সামনে ধৃত আসামীদের দখল হতে নগদ ১৭৪৯১/- (সতের হাজার চারশত একানব্বই) টাকা, ০৩ (তিন) টি রেজিষ্টার খাতা, লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর অঙ্গিকারনামা ও শর্তাবলী লেখাসহ ভর্তি ফরম-৭০টি, লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ এর মার্কেটিং প্রশিক্ষণ বই -১৫০ টি, ডাচ্ বাংলা ব্যাংকের ০১ টি চেক বই, এবং ১৯(উনিশ) টি মোবাইল উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত প্রতারক চক্রের দেওয়া তথ্যমতে উক্ত টাওয়ারের গোপন একটি রুম হতে ১। মনির আহম্মেদ(১৯), জেলা-সিলেট, ২। আকিব হোসেন(১৯), জেলা-হবিগঞ্জ, ৩। আসলাম(৫০), জেলা-নারায়নগঞ্জ, ৪। মোঃ রায়হান আলী(২২), জেলা-দিনাজপুর, ৫। ইমরান হোসেন(২৬), জেলা-গাজীপুর, ৬। জোহরা আক্তার(১৯), জেলা-গাইবান্ধা, ৭। হাসি আক্তার(২০), জেলা-লাল মনিরহাট, ৮। ববিতা খাতুন(২০), জেলা-লাল মনিরহাট, ৯। রাবেয়া খাতুন(১৮), জেলা-রাজশাহী, ১০। লাবলী আক্তার(১৯), জেলা-নাটোর, ১১। রতন মিয়া(২০), জেলা-রংপুর, ১২। ফরিদ(১৮), জেলা-রংপুর, ১৩। সোহানুর রহমান(২০), জেলা-রাজশাহী, ১৪। রানা মিয়া(১৯), জেলা-রংপুর, ১৫। রাজু(২০), জেলা-রাজশাহী, ১৬। রতন মিয়া(২০), রাজশাহী, ১৭। বাবুল মিয়া(১৯), জেলা-ময়মনসিংহ, ১৮। মেহেদী হাসান(২০), জেলা-ময়মনসিংহ, ১৯। গৌতম রায়(২০), জেলা-দিনাজপুর, ২০। আসাদুজ্জামান(২০), জেলা-রাজশাহী, ২১। বিত্ত দেবনাথ, জেলা-হবিগঞ্জ, ২২। অপু সরকার(২৫), জেলা-হবিগঞ্জ, ২৩। সাইদুল্লাহ(২৫), জেলা-নোয়াখালী, ২৪। নুরুল ইসলাম(১৮), জেলা-মৌলভী বাজার, ২৫। আশ্ররাফুল ইসলাম(১৯), জেলা-কুড়িগ্রাম, ২৬। নয়ন চন্দ্র দেব(১৯), জেলা-হবিগঞ্জ, ২৭। হরি সংকর(২০), জেলা-লালমনির হাট, ২৮। জহিরুল ইসলাম(২০), জেলা-রাজশাহী, ২৯। জাহিদুল ইসলাম(১৯), জেলা-নরসিংদী, ৩০। মুরাদ হোসেন(১৮), জেলা-বরিশাল, ৩১। রনি দেবনাথ(২৭), জেলা-হবিগঞ্জ, ৩২। সাকিব মিয়া(১৯), জেলা-মৌলভীবাজার, ৩৩। আজিজুল হক(২৮), জেলা-ময়মনসিংহ, ৩৪। শাহ আলম(২০), জেলা- ময়মনসিংহ, ৩৫। জহিরুল ইসলাম(২২), জেলা- ময়মনসিংহ, ৩৬। রতন মিয়া(৩২), জেলা-রংপুর, ৩৭। সাগর কুমার(২০), জেলা-দিনাজপুর, ৩৮। আকলু মিয়া(২১), জেলা-সিলেট, ৩৯। আবুল মালিক(৩৬), জেলা-সিলেট, ৪০। মোফাজ্জেল হোসেন(২০), জেলা- ময়মনসিংহ, ৪১। মিন্টন দাস(২০), জেলা-হবিগঞ্জ, ৪২। দিপংকর দাস(২০), জেলা-সুনামগঞ্জ, ৪৩। আঃ করিম(৪২), জেলা-সিলেট, ৪৪। দেলোয়ার হোসেন(২৮), জেলা-সিলেট, ৪৫। মেহেদী(১৯), জেলা-রংপুর, ৪৬। আঃ করিম(৩৫), জেলা-সিলেট, ৪৭। গোলাম রব্বানী(৩০), জেলা-সিলেট, ৪৮। আবু নাসের(৩৪), জেলা-নরসিংদী, ৪৯। রায়হান(২৭), জেলা-নাটোর, ৫০। জিফাত(২৩), জেলা-নাটোর, ৫১। শাকিল(১৮), জেলা-রংপুর, ৫২। ফারুক হোসেন(২৩), জেলা-রংপুর, ৫৩। মতিউর রহমান(২৩), জেলা-পঞ্চগড়, ৫৪। সুমন শেখ(২২), জেলা-বাগেরহাট, ৫৫। কামরুজ্জামান(২১), জেলা-রংপুর, ৫৬। নাইম ইসলাম(১৮), জেলা-রংপুর, ৫৭। জিয়ারুল ইসলাম(২২), জেলা-রংপুর, ৫৮। মাসুম মিয়া(২৯), জেলা-রংপুর, ৫৯। খুরশিদ(২১), জেলা-রংপুর, ৬০। রাসেল(১৯), জেলা-রংপুর, ৬১। ইব্রাহীম(২৪), জেলা-রাংগামাটি, ৬২। মোহাম্মদ আলী(২০), জেলা-চাঁদপুর, ৬৩। রিফাত ফকির(২০), জেলা-মুন্সিগঞ্জ, ৬৪। নবীর হোসেন(২০), জেলা-কুমিল্লা, ৬৫। মেহেদী হাসান(১৯), জেলা-চাঁদপুর, ৬৬। শপনীল দাস(২৩), জেলা-হবিগঞ্জ, ৬৭। শামীম(২১), জেলা-নেত্রকোনা, ৬৮। জাকির হোসেন(৩০), জেলা-চাঁদপুর, ৬৯। মামুন(১৯), জেলা-রংপুর, ৭০। মেহেদী(২৫), জেলা-গাজীপুর, ৭১। ভবানী কুমার(২১), জেলা-রংপুর, ৭২। খায়রুল(২২), জেলা-রংপুর, ৭৩। রায়হান(২২), জেলা-রংপুর, ৭৪। সুমন(১৮), জেলা-রংপুর, ৭৫। পলাশ মিয়া(২২), জেলা-রংপুর, ৭৬। শাহ আলম(২৩), জেলা-রংপুর, ৭৭। মনিরুজ্জামান(২৩), জেলা-রংপুর, ৭৮। সাজু মিয়া(২৩), জেলা-জামালপুর, ৭৯। তৌহিদুল ইসলাম(১৯), জেলা-মুন্সিগঞ্জ, ৮০। ইসমাইল(২৮), জেলা-গাজীপুর, ৮১। হাবিবুর রহমান(২৮), জেলা-গাজীপুর, ৮২। সফিকুল ইসলাম(২০), জেলা-গাজীপুর, ৮৩। মাজাহার ল ইসলাম(২০), জেলা-গাজীপুর, ৮৪। সজীব শেখ(২০), জেলা-রাজবাড়ী, ৮৫। বাবল(২১), জেলা-দিনাজপুর, ৮৬। বিপ্লব(২৯), জেলা-খুলনা, ৮৭। রাজিব শেখ(১৮), জেলা-রাজবাড়ী, ৮৮। জাহিদ(১৮), জেলা-দিনাজপুর, ৮৯। বাবুল (২৫), জেলা-দিনাজপুর, ৯০। মুসা শেখ(২৫), জেলা-দিনাজপুর, ৯১। দেবাসীশ(২৯), জেলা-রাজশাহী, ৯২। সজীব(১৯), জেলা-দিনাজপুর, ৯৩। শামীম(২০), জেলা-রাজশাহী, ৯৪। মোহাম্মদ আলী(২৫), জেলা-খুলনা, ৯৫। শাকিল(২২), জেলা-খুলনা, ৯৬। পারভেজ(২০), জেলা-খুলনা, ৯৭। নাঈম(২২), জেলা-খুলনা, ৯৮। নজরুল (২৮), জেলা-খুলনা, ৯৯। রহমান শেখ(২০), জেলা-খুলনা, ১০০। আদম আলী(২০), জেলা-খুলনা, ১০১। মনির(১৯), জেলা-কুষ্টিয়া, ১০২। ইমরান(১৮), জেলা-কুষ্টিয়া, ১০৩। রবিউল(২০), জেলা-বরিশাল, ১০৪। রনি(১৯), জেলা-খুলনা, ১০৫। রিফাজ(২০), জেলা-খুলনা, ১০৬। হেলাল(২০), জেলা-কুষ্টিয়া, ১০৭। সোহেল(১৯), জেলা-বাগেরহাট, ১০৮। আব্দুল্লাহ(২০), জেলা-কুষ্টিয়া, ১০৯। শাহ জালাল(২১), জেলা-নরসিংদী, ১১০। মিলন(২০), জেলা-কুষ্টিয়া, ১১১। লাবিব(১৮), জেলা-খুলনা, ১১২। রাকিব(১৯),জেলা-মাদারীপুর, ১১৩। সাইফুল(২২০, জেলা-বরিশাল, ১১৪। মারুফ(২৯), জেলা-যশোর, ১১৫। সোহানুর(২১০, জেলা-নরসিংদী, ১১৬। নাজিম(১৮), জেলা-নোয়াখালী, ১১৭। ফাইজুল(২১), জেলা-খুলনা, ১১৮। পারভেজ(১৮), জেলা-নোয়াখালী, ১১৯। মামুন(১৮), জেলা-নোয়াখালী, ১২০। মেরাজ(২১),নোয়াখালী, ১২১। সম্পদ(১৭), জেলা-নোয়াখালী, ১২২। রফিক(২০), জেলা-নোয়াখালী, ১২৩। আকবর(২০), জেলা-নোয়াখালী, ১২৪। জসিম(১৯), বান্দরবান, ১২৫। মোকাররম(২৮), জেলা-চট্র্রগ্রাম, ১২৬। ইয়াছিন(১৮), জেলা-বরিশাল, ১২৭। নোমান(১৮), জেলা-নোয়াখালী, ১২৮। সামসুজ্জহা(২৭), জেলা-দিনাজপুর, ১২৯। রাবিব(১৯), জেলা-বরগুনা, ১৩০। রাকিব(১৯), জেলা-বরগুনা, ১৩১। সোহেল(২০), জেলা-মুন্সিগঞ্জ, ১৩২। বিল্লাল(২৪), জেলা-শেরপুর, ১৩৩। নুর হোসেন(২২), জেলা-শেরপুর, ১৩৪। উজ্জ¦ল(১৯), জেলা-শেরপুর, ১৩৫। সালমান(২০), জেলা-গোপালগঞ্জ, ১৩৬। মিষ্টার(২২), জেলা-শেরপুর, ১৩৭। মোস্তফা(২২), জেলা-গাইবান্ধা, ১৩৮। রিয়াজ(২০), জেলা-বরিশাল, ১৩৯। শফিকুল (২০), জেলা-নোয়াখালী, ১৪০। আজাদ(২০), জেলা-নোয়াখালী, ১৪১। আরিফ(১৯), জেলা-বরিশাল, ১৪২। ইয়ামিন(১৮), জেলা-পাবনা, ১৪৩। সোহেল(২০), জেলা-পাবনা, ১৪৪। তানভীর(২২), জেলা-নোয়াখালী, ১৪৫। ইলিয়াস(২০), জেলা-নোয়াখালী, ১৪৬। হাবিব(৩৪), জেলা-বরিশাল, ১৪৭। ইয়াছিন(৪৬), জেলা-নোয়াখালী, ১৪৮। রাসেল(২০), জেলা-ফরিদপুর, ১৪৯। নুর হোসেন(২২), জেলা-ভোলা, ১৫০। আঃ কাদের(২০), জেলা-পাবনা, ১৫১। মামুন(২২), জেলা-নোয়াখালী, ১৫২। সাহাবাজ(২৫), জেলা-নোয়াখালী, ১৫৩। আরিফ(২৩), জেলা-নোয়াখালী, ১৫৪। আঃ রহিম(২০), জেলা-পাবনা, ১৫৫। রিপন(২৮), জেলা-নোয়াখালী, ১৫৬। লিখন(২৫), জেলা-রংপুর, ১৫৭। হাবিব(২৭), জেলা-রংপুর, ১৫৮। আকবর (২৫), জেলা-নোয়াখালী, ১৫৯। পারভেজ(২৩), জেলা-নোয়াখালী, ১৬০। সম্পদ(২১), জেলা-নোয়াখালী, ১৬১। রাফুল(২২), জেলা-নোয়াখালী, ১৬২। মেরাজ(২৩), জেলা-নোয়াখালী, ১৬৩। নোমান(২৪), জেলা-নোয়াখালী, ১৬৪। ইয়ামিন(২৫), জেলা-বরিশাল, ১৬৫। জসিম(২৫), জেলা-বান্দরবন, ১৬৬। আহম্মদ(২৬), জেলা-চট্রগ্রাম, ১৬৭। নুরুল আমিন(২০), জেলা-কিশোরগঞ্জ, ১৬৮। মোহাম্মদ আলী(২৭), জেলা-চাঁদপুর, ১৬৯। জাহিদ(২১), জেলা-নোয়াখালী, ১৭০। নাজিম(২১), জেলা-নোয়াখালী’দেরকে উদ্ধার করা হয়।
ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে যে, তারা একটি সংঘবদ্ধ প্রতারক দলের সক্রিয় সদস্য। তারা একে অপরের যোগসাজশে দীর্ঘদিন যাবৎ গাজীপুরসহ বাংলাদেশের বিভিন্ন এলাকায় লাইফওয়ে বাংলাদেশ (প্রাঃ) লিঃ নামে প্রতিষ্ঠান চালু করে দেশের সাধারণ মানুষের বেকারত্বের সুযোগ নিয়ে তাদেরকে চাকুরী দেওয়ার নামে গোপন কক্ষে বন্দি করে রেখে অভিনব কায়দায় প্রতারণার মাধ্যমে কোটি কোটি টাকা হাতিয়ে আসিতেছিল।
উদ্বারকৃত আলামত ও গ্রেফতারকৃত আসামীদেরকে থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here