কাপাসিয়ায় অবৈধ বালু উত্তোলনে ২ লাখ টাকা জরিমানা

0
230
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়ার টোক ইউনিয়নে উলুসারা গ্রামে অবৈধ বালু উত্তোলনের দায়ে এক ব্যবসায়ীকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোসা. ইসমত আরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে এ জরিমানা করেন।
জানা যায়, উপজেলার উলুসারা বাজরের নিকট শীতলক্ষ্যা নদীর দক্ষিণ পাড়ে অবৈধ বালু উত্তোলনের সংবাদ পেয়ে গত রোববার সন্ধ্যায় ঘটনাস্থলে উপস্থিত হয় উপজেলা নির্বাহী অফিসার। এ সময় তিনি ঘটনাস্থল থেকে একটি বলগেটসহ মো. রনি (৩০) নামে এক বালু ব্যবসায়ীকে আটক করে নিয়ে আসেন।
পরে রোবরার রাতে তিনি বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ৪ (ঘ) ধারা অনুযায়ী তাকে দুই লাখ টাকা জরিমানা ও অনাদায়ে ১৫ দিনের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here