কাপাসিয়ায় চার দোকানে চুরি

0
269
728×90 Banner

কাপাসিয়া(গাজীপুর) প্রতিনিধি: কাপাসিয়া উপজেলার বীর উজলী বাজারের চার দোকানে ২৭ আগস্ট দিবাগত রাতে টিনসেট বিল্ডিং এর টিন কেটে নগদ টাকা ও মালামাল চুরি হয়েছে।
সরেজমিনে গিয়ে জানাযায়, বীর উজলী বাজারের শীতলক্ষা ইলেক্ট্রনিক্স থেকে নগদ ১ লাখ ৪০ হাজার টাকা, ৪টি এলইডি টিভি। দেলায়ার এন্টারপ্রাইজ থেকে নগদ ৬ হাজার টাকা, ২টি এলইডি টিভি, ২টি গ্যাসের চুলা, ২টি বেøন্ডার মেশিন। মহসিন ইলেক্ট্রনিক্স থেকে নগদ ৯০ হাজার টাকা, মোবাইল রিজার্চ কার্ড ২০ হাজার টাকার, মোবাইল সিম প্রায় ১০০টি ও ২ কয়েল তার চুরি হয়েছে।
কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম ঘটনারসস্থল পরিদর্র্শন করেছেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here