কাপাসিয়া ইউনিয়ন পরিষদ উপ-নির্বাচনে সদস্য পদে নূরুল্লাহ্ নির্বাচিত

0
280
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গাজীপুরের কাপাসিয়া ৯নং সদর ইউনিয়ন পরিষদের ৪নং ওয়ার্ডের উপ-নির্বাচনে সদস্য পদে নুরুল ইসলাম নূরুল্লাহ্ বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত হয়েছেন। গত ইউপি নির্বাচনে নির্বাচিত সদস্য আফজাল হোসেন ফরাজী সম্প্রতি মৃত্যুবরণ করায় এ পদে ২৫ জুলাই বৃহস্পতিবার পুনরায় নির্বাচন অনুষ্ঠিত হয়। এ উপ-নির্বাচনে নূরুল ইসলাম নুরুল্লাহ্ ফুটবল প্রতিকে ৯০৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্ব›িদ্ব মকবুল হোসেন মুকুল তালা প্রতিকে ৭২৬ ভোট পেয়েছেন।
উপজেলার পাবুর উচ্চবিদ্যালয় কেন্দ্রে বৃহস্পতিবার সকাল ৯ টা থেকে ৫ টা পর্যন্ত টানা ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। এ ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৩ হাজার ৮ শত ৩৯ জন। পুরুষ ভোটার ১৯০৯ জন এবং মহিলা ভোটার ১৯৩০ জন। ভোট প্রদান করেছেন ১৯৯৪ জন ভোটার। বাতিল হয়েছে ৩০ টি ভোট। বিপুল উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটারগণ তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। নির্বাচনে ৫১.৯২ শতাংশ ভোট পড়েছে। দিনব্যাপী ভোটারদের ব্যাপক সমাগমে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় মিলনমেলায় পরিনত হয়েছে। র‌্যাব, পুলিশ, ডিএসবি, ডিজিএফআই সদস্যসহ বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সার্বক্ষণিক নজরদারীতে শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহন কার্যক্রম সম্পন্ন হয়েছে।
নির্বাচনে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা গোলাম রসুল প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন। রিটাণিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা হুমায়ূন কবির জানান, কাপাসিয়া সদর ইউপি উপ-নির্বাচনে ৪ নং ওয়ার্ডে দিনব্যাপী ভোট গ্রহনে শান্তিপূর্ণ পরিবেশ বজায় ছিল। ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here