কারিগরি শিক্ষা বোর্ড ও বুয়েটের খামখেয়ালীপনায় সহস্রাধিক শিক্ষার্থীর বোর্ড পরিক্ষা অনিশ্চিত

0
318
728×90 Banner

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এইচ,এস,সি (বি,এম) শাখার প্রায় সহস্রধিক শিক্ষার্থীর বোর্ড ফাইনাল পরিক্ষা দেয়া অনিশ্চিত হয়েছে।

সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের কাছ থেকে জানা যায়, তারা সার্ভার সমস্যার কারনে ছাত্র ছাত্রীদের যথাসময়ে ভর্তি করিতে পারে নাই। পরে তারা ভর্তির জন্য সংশ্লিষ্ট চেয়ারম্যান বরবরে আবেদন করে। তখন সংশ্লিষ্ট বিভাগ সময় ক্ষেপণ করতে থাকে এবং আশ্বাস দেয় যে তারা পরিক্ষা দিতে পারবে। পরবর্তীতে এক্সেল ফাইলের মাধ্যমে সকল শিক্ষার্থীদের তথ্য প্রদান করতে বলে। সেই মোতাবেক তথ্য প্রদান করা হয়। তখন ভর্তি সংশ্লিষ্ট বিভাগ দু একদিনের মধ্যে সমস্যা সমাধানের আশ্বাস দেয়। উল্লেখ্য এই সকল শিক্ষার্থীদের মূল নম্বরপত্র সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে জমা আছে। এই সকল শিক্ষার্থী নিয়মিত ক্লাস করছে এবং অভ্যান্তরিন সকল পরিক্ষায় অংশগ্রহণ করছে। বর্তমানে বোর্ডের সংশ্লিষ্ট ভর্তি কমটির সদস্যগন শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের জানিয়ে দিয়েছে এদের ভর্তিসহ পরিক্ষা দেয়া যাবে না। এখন এই সকল শিক্ষার্থীসহ তাদের পরিবার চরম হতাশার মধ্যে পড়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here