

স্বপন সরকার, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় হলরুমে ২০২২ – ২০২৩ অর্থ বছরের। খরিপ -১/২০২২-২০২৩ মৌসুমে কৃষি প্রণোদনা কমসূচীর আওতায় প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়। বিতরন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, কালিয়াকৈর উপজেলার নির্বাহী কমর্কতা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ,প্রধান অতিথি ছিলেন, কালিয়াকৈর উপজেলা পরিষদের চেয়ারম্যান, কামাল উদ্দিন সিকদার,বিশেষ অতিথি ছিলেন, মহিলা ভাইস চেয়ারম্যান অধ্যাপিকা জায়েদা নাসরিন।উপজেলা কৃষকলীগের সভাপতি মোঃআবুল কাশেম,সাধারণ সম্পাদক,কাজী হারুন অর রশিদ, স্বাগত বক্তব্য রাখেন,সাইফুল ইসলাম ,উপস্থিত ছিলেন,পৌর কৃষকলীগের সাধারণ সম্পাদক,মিজানুর রহমান। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃআলমগীর হোসেন। ৩ শত জন কৃষক/কৃষানীদের মাঝে ৫ কেজি আউশ ধান বীজ, ১০ কেজি ডি এপি ও ১০ কেজি এম ও পি সার। প্রতি এক বিঘা জমির জন্য বিনামূল্যে বিতরণ করা হয়। অনুষ্ঠানটি আয়োজন করেন, উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কালিয়াকৈর গাজীপুর।
