কালিয়ায় ত্রানের চাল আত্মসাতের অভিযোগে চেয়ারম্যান ও সচিবের বিরুদ্ধে মামলা

0
147
728×90 Banner

নড়াইল প্রতিনিধি : নড়াইলের কালিয়ার জয়নগর ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন চৌধুরী ও সচিবের নামে মামলা দায়ের হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সৈয়দ মো. আজিমুদ্দিন বাদি হয়ে নড়াগাতি থানায় মামলাটি দায়ের করেন। জনপ্রতি ১০কেজি হারে ২৮টি নামের বিপরীতে ২৮০কেজি চাল বিতরণ না করে তারা আত্মসাত করেছেন।
মামলার বিবরণে জানা যায়, করোনা ভাইরাস প্রতিরোধে হোম কোয়ারেনটাইন পালনসহ সামাজিক দূরত্ব বজায় রাখতে কর্মহীন হয়ে পড়া ২৮জন হতদরিদ্রদের বরাদ্দকৃত চাল না দিয়ে তারা আত্মসাৎ করেছেন। অপরদিকে, ভূয়া মাষ্টাররোল উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসে দাখিল করেন।
এ বিষয় উপজেলার নড়াগাতি থানার ওসি রোকসানা খাতুন বলেন, ‘উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার দায়েরকৃত অভিযোগেটি আমলে নিয়ে পরবর্তী ব্যবস্থা গ্রহনের জন্য বুধবার দুদক যশোর কার্যালয়ে প্রেরণ করা হয়েছে।’
কালিয়ার ইউএনও মো. নাজমুল হুদা বলেন, ‘সরকারি ত্রানের চাল আত্মসাতের ঘটনায় জয়নগর ইউপির চেয়ারম্যান ও সচিবের নামে মামলা দায়ের হয়েছে। জেলা প্রশাসককে বিষয়টি অবহিত করা হয়েছে।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here