কাল থেকে রেস্টুরেন্টে ইফতার বিক্রি

0
143
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ঢাকা মহানগরীতে প্রতিষ্ঠিত রেঁস্তোরাগুলো মঙ্গলবার (২৮ এপ্রিল) থেকে ইফতারি প্রস্তুত করে বিক্রয় করতে পারবেন। তবে কেউ ফুটপাতে কোনো ধরনের ইফতারির পসরা বসিয়ে প্রদর্শণ ও ক্রয়-বিক্রয় করতে পারবেন না। সোমবার (২৭ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) নতুন এ নির্দেশনার কথা জানায়।
ডিএমপির উপ-কমিশনার (ডিসি) মাসুদুর রহমান জানান, নগরবাসী প্রতিষ্ঠিত রেস্টুরেন্ট বা রেস্তোরাঁ থেকে ইফতারি কিনতে করতে পারবেন। তবে রেস্টুরেন্ট বা রেস্তোরাঁয় বসে ইফতার খেতে পারবেন না।
ইফতারি বিক্রেতা এবং ক্রেতা সবাইকে অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে নিরাপদ শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে বলেও জানান তিনি।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে সৃষ্ট উদ্ভুত এ সঙ্কট মোকাবিলায় নগরবাসীর সর্বাত্মক সহযোগিতা কামনা করছে ডিএমপি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here