কিশোর গ্যাং গ্রুপের সাত সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব

0
60
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : বিভিন্ন সময়ে সংঘটিত চাঞ্চল্যকর অপরাধে জড়িত অপরাধীদের আইনের আওতায় এনে র‌্যাব জনগনের সুনাম অর্জন করতে সক্ষম হয়েছে। মঙ্গলবার রাতে মহাখালী, বিমানবন্দর, বনানী, গাজীপুর ও টঙ্গী থানাধীন এলাকায় কতিপয় কিশোর গ্যাং এর কার্যক্রম সংক্রান্ত তথ্য পায় র‌্যাব।
তথ্য সূত্রে জানা যায়, কিশোর গ্যাং সদস্যরা দীর্ঘদিন যাবৎ এলাকায় আধিপত্য বিস্তারের নামে পেশিশক্তি প্রদর্শন করে আসছে। তারা মাদক সেবন, সাইলেন্সারবিহীন মোটরসাইকেল চালিয়ে বিকট শব্দ করে জনমনে ভীতির সঞ্চার, স্কুল-কলেজে বুলিং, র‌্যাগিং, ইভটিজিং, ধর্ষণ, ছিনতাই, ডাকাতি, সামাজিক যোগাযোগ মাধ্যমে অশ্লীল ভিডিও শেয়ারসহ নানাবিধ অনৈতিক কাজে লিপ্ত, যা আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে নিশ্চিত ক্ষতির মুখে ধাবিত করছে। এরই প্রেক্ষিতে কিশোর গ্যাং এর বিপথগামী সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাব-১ সাস্প্রতিক সময়ে গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
তারই ধারাবাহিকতায় মঙ্গলবার রাতে র‌্যাব-১ এর একাধিক আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে রাজধানী ঢাকার আব্দুল্লাহপুর, টঙ্গী ও গাজীপুর এলাকায় একাধিক অভিযান পরিচালনা করে কিশোর গ্যাং গ্রুপের দলনেতা মোঃ শহিদুল (৩১)’সহ ৭ জনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হচ্ছে-মোঃ শহিদুল (৩১), পিতা-মোঃ মৌবের হোসেন, থানা-কোতয়ালি, জেলা-রংপুর, মোঃ ফারুক (২৪), পিতা-মোঃ ভুট্টু মিয়া, থানা-ফুলবাড়িয়া, জেলা-ময়মনসিংহ, মোঃ শামীম (১৯), পিতা-আবুল কালাম, থানা-ভোলা সদর, জেলা-ভোলা,মোঃ হৃদয় (২২), পিতা-জামিল হোসেন, থানা-গাইবান্ধা সদর, জেলা-গাইবান্ধা, মোঃ আলমগীর হোসেন (২৫), পিতা-মোঃ মোজ্জামেল হক , থানা-রৌমারী, জেলা-কুড়িগ্রাম, মোঃ জাহিদ (১৯), পিতা-মোঃ আমিরুল ইসলাম, থানা-পূবাইল, জেলা-গাজীপুর ও মোঃ সবুজ (২৪), পিতা-মোঃ শাহ্ আলম বেপারী, থানা-চাঁদপুর, জেলা-চাঁদপুর।
এ সময় তাদের কাছ থেকে ১টি চাইনিজ কুড়াল, ১টি লোহার রড়, ১টি সুইচ গিয়ার চাকু, ২টি খুর, ২টি সাইকেলের চেইন, ৪টি মোবাইল ফোন এবং নগদ-১৭০০শ’ টাকা উদ্ধার করা হয়।
র‌্যাবের জিজ্ঞাসাবাদে তারা জানায়, কিশোর গ্যাং দলনেতা মোঃ শহিদুল অন্যতম সক্রিয় সদস্য। তারা আরো জানায়, প্রত্যেক গ্রপের আনুমানিক সদস্য ১০/১৫ জন। তারা টাকার বিনিময়ে যে কোন পক্ষের হয়ে মারামারি, দখলবাজি, পিকেটিং, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অনৈতিক কাজে লিপ্ত ছিল মর্মে স্বীকার করে। কিশোর গ্যাং এর বিপদগামী সদস্যদের আইনের আওতায় আনতে র‌্যাব-১ এর অভিযান অব্যাহত রয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ৪জনের বিরুদ্ধে বিভিন্ন থানায় চুরি, ছিনতাই, চাঁদাবাজি, মাদক’সহ একাধিক মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন সহকারী পুলিশ সুপার মো: মাহফুজুর রহমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here