কুড়িগ্রামে ৫৩৪৪ ভিক্ষুককে পুনর্বাসনের উদ্যোগ

0
208
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কুড়িগ্রামে জেলা প্রশাসনের উদ্যোগে ৫ হাজার ৩৪৪ জন ভিক্ষুককে পুনর্বাসনের উদ্যোগ নেয়া হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রাম জেলা প্রশাসন সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় এই সিদ্ধান্ত হয়।
সভায় পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সহনীয় রাখা এবং ভিক্ষুক- দুস্থদের পুনর্বাসনে কার্যকর ব্যবস্থা ছাড়াও ২৩টি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতন (২৫ লাখ টাকা) পুনর্বাসন ফান্ডে জমা দেয়ার সিদ্ধান্ত হয়। এই অর্থে ভিক্ষুকদের প্রয়োজন ও চাহিদা মাফিক সহযোগিতা করবে ভিক্ষুক পুনর্বাসন কমিটি।
কমিটির সদস্যরা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), সকল উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও অনুদান প্রদানকারী সংশ্লিষ্ট দপ্তর প্রধান।
ইতিমধ্যে সদর উপজেলায় ১ হাজার ১৫১ জন, রাজারহাটে ৬৫০ জন, উলিপুরে ৮০১ জন, চিলমারীতে ২৭৩ জন, রৌমারীতে ১৮০ জন, চর রাজিবপুরে ৯৪ জন, নাগেশ্বরীতে ৬৫৯ জন, ফুলবাড়ীতে ৪৪৯ জন এবং ভুরুঙ্গামারীতে ১ হাজার ৮৭ জনসহ ৫ হাজার ৩৪৪ জন ভিক্ষুকের একটি তালিকা তৈরি করা হয়েছে।
জেলা প্রশাসক সুলতানা পারভীনের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন- পুলিশ সুপার মেহেদুল করিম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) হাফিজুর রহমান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, কুড়িগ্রাম প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আহসান হাবীব নীলু প্রমুখ। এছাড়া সভায় সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here