কেরানীগঞ্জে হাত-পায়ের রগ কেটে যুবক হত্যা

0
125
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : কেরানীগঞ্জে সায়মন নামে এক যুবককে হাত-পায়ের রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার রাতে মডেল থানার কালন্দি গোল্ডেন সেন্টারের পাশে তার ভাড়া বাসা থেকে ফোনে ডেকে হাত-পায়ের রগ কেটে মুক্তির বাগ বালুর মাঠে ফেলে রাখে। স্থানীয়রা উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সাইমন ঢাকা জেলার দক্ষিণ ডিবির গাড়িচালক বলে জানিয়েছেন স্বজনরা। তিনি শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার শাহ আলম মোল্লার ছেলে।
নিহতের স্ত্রী মাহি আক্তার বলেন, ‘খবর শুনে হাসপাতালে গিয়ে দেখি স্বামীর নিথর দেহ পড়ে আছে। এখন আমি একমাত্র ছেলে নিয়ে কোথায় দাঁড়াব? আমি এ খুনের বিচার চাই।’ কেরানীগঞ্জ মডেল থানার এসআই মোতালেব হোসেন জানান, হাসপাতালে গিয়ে সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি মামলা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here