পঞ্চগড়ে গ্রামীণফোণের ব্যাটারি চুরির ঘটনায় হাতেনাতে আটক ৪

0
91
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) :[পঞ্চগড়, ১৭ জানুয়ারি, ২০২২] পঞ্চগড়ের বোদা উপজেলায় গ্রামীণফোনের টাওয়ারের স্টিল বার কেটে ব্যাটারি চুরির সময় হাতেনাতে চারজনকে আটক করেছে গ্রামীণফোনের আমব্রেলা পার্টনার টিম (টাওয়ারের কার্যক্রম সংশ্লিষ্ট অংশীদার প্রতিষ্ঠানের কর্মী) ও গ্রামবাসী। রবিবার (১৬ জানুয়ারি) বিকাল চারটায় তাদের আটক করা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চার সদস্যের একটি দল টাওয়ার রুমের দরজা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে টাওয়ারের স্টিল বার কেটে ব্যা্টারি চুরি করার চেষ্টা করে। স্টিল বার কাটার শব্দ শুনে গ্রামীণফোনের আমব্রেলা পার্টনার টিম ও গ্রামবাসী ঘটনাস্থলে উপস্থিত হয় এবং তাদেরকে হাতেনাতে ধরে ফেলে।
ইতোমধ্যে, আইনি প্রক্রিয়া ও প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের জন্য স্থানীয় বোদা থানায় বিষয়টি জানানো হয়েছে।
উল্লেখ্য, এই দলটিই গত সপ্তাহে দিনাজপুরের বীরগঞ্জ থানা থেকে তিনটি টাওয়ারের ব্যাটারি, কাহারোল ও বোচাগঞ্জ থেকে একটি ব্যাটারি এবং পঞ্চগড়ের বোদার একটি টাওয়ার থেকে ব্যাটারি চুরি করেন। এগুলো সবগুলোই গ্রামীণফোনের মালিকানাধীন টাওয়ার।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here