ক্যালিফোর্নিয়ায় যুদ্ধবিমান বিধ্বস্ত

0
178
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুশীলন চলাকালে একটি এফ-১৬ যুদ্ধবিমান বিধ্বস্ত হয়েছে। তবে জীবিত রয়েছেন বিমানচালক। বিধ্বস্ত হওয়ার আগমুহূর্তে পাইলট বিমান থেকে বেরিয়ে যান তিনি। মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়। প্রতিবেদনে বলা হয়, গত বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার পেরিসের একটি গুদামঘরে বিমানটি বিধ্বস্ত হয়। ঘাঁটির মুখপাত্র রেজী ভারনার বলেন, পাইলটকে হাসপাতালে নেওয়া হয়েছে এবং তিনি বিশেষ কোনও আঘাত পাননি। গুদামঘরে থাকা সকল কর্মীও সুরক্ষিত আছে। তিনি আরও বলেন, এফ-১৬ বিমানটিতে জলবাহী ত্রæটি থাকায় তা বিধ্বস্ত হয়েছে। কর্তৃপক্ষ এ ব্যাপারে তদন্ত করে দেখছেন গুদামে থাকা কেউ ক্ষতিগ্রস্থ হয়েছেন কিনা। তবে গুদামঘরটির প্রধান নির্বাহী মাইক জনসন বলেন, ‘ধন্যবাদ ঈশ্বর, সকলেই সুরক্ষিত ও ভালো আছেন। কোম্পানির কি ক্ষতি হয়েছে তা আমরা পরে দেখবো। তবে এখন উদ্বেগ আমাদের সকল কর্মী ও তাদের পরিবারকে নিয়ে এবং তারা ভালো আছেন।’

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here