খাদ্যে ভেজাল রোধে মৃত্যুদন্ডের আইন বাস্তবায়ন চেয়ে এনসিবি’র স্মারকলিপি

0
446
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: খাদ্যে ভেজাল প্রতিরোধে মৃত্যুদন্ডের আইন বাস্তবায়নের দাবীতে প্রধানমন্ত্রী বরাবরে স্মারকলিপি দিয়েছেন ন্যাশনাল কংগ্রেস বাংলাদেশ (এনসিবি)’র চেয়ারম্যান ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর)। স্মারকলিপিতে তিনি উল্লেখ করেন যে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫-সি ধারায় খাদ্য, পানীয়, ঔষধ সহ যাবতীয় ব্যাবহারিক পণ্যে ক্ষতিকর ভেজাল মিশ্রণকারী ও বিক্রেতাদের বিরুদ্ধে মৃত্যুদন্ড বা যাবজ্জীবন কারাদন্ড অথবা চৌদ্দ বছরের সশ্রম কারাদন্ড এবং অর্থদন্ডের যে বিধান রয়েছে ইহা যথাযথ প্রয়োগ না থাকায় দিনের পর দিন খাদ্যে ক্ষতিকর কেমিক্যাল মিশ্রণ বাড়ছেই। টেকসই উন্নয়ন করতে হলে ভেজাল খাদ্য প্রতিরোধ জরুরী, খাদ্যে ভেজাল রোধে ব্যর্থ হওয়ায় সরকারের সকল উন্নয়ন ম্লান হয়ে যাচ্ছে।
নিরাপদ খাদ্য আইন -২০১৩ এবং মোবাইল কোর্ট আইন ২০০৯ প্রণয়নের মাধ্যমে লঘু শাস্তি প্রদান করায় প্রচলিত আইন অসাধু ব্যাবসায়ীদের ভীতি সঞ্চারে ব্যার্থ। ইতিমধ্যে ভেজাল খাদ্যের প্রভাব দেশে মহামারি আকার ধারণ করেছে। নিরীহ মানুষ অর্থাভাবে কাঙ্খিত সেবা নিতে না পেরে মৃত্যুর কোলে ঢোলে পড়ছে। পাশাপাশি ভেজাল খাদ্য গ্রহনে রোগাক্রন্ত কিছু সংখ্যক ধনাঢ্য ব্যাক্তি প্রচুর অর্থ ব্যায় করে বিদেশে চিকিৎসা নিতে পারলেও এতে জাতীয় অর্থনীতি ধিরেধিরে পঙ্গুত্ব বরণের আশংকা রয়েছে। ভারতে যাবজ্জীবন, পাকিস্তানে ২৫ বছর, যুক্তরাষ্ট্রে সশ্রম কারাদন্ডের বিধান থাকায় ঐসব দেশগুলিতে ভেজাল খাদ্য প্রতিরোধ সম্ভব হয়েছে। ভেজাল খাদ্যের কারণে এ দেশে বসবাস অনিরাপদ হয়ে উঠেছে বলেও ইতোমধ্যে মন্তব্য করেছেন দেশের সর্বোচ্চ আদালত। তাই বর্তমান প্রেক্ষাপটে খাদ্যে ভেজাল রোধে সর্বোচ্চ শাস্তির বিধান করা আবশ্যক।
প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ২০৪১ সালের মধ্যে উন্নত সমৃদ্ধশালী দেশ গড়তে হলে নিরাপদ খাদ্যের বিকল্প নাই। রাষ্ট্র কর্তৃক প্রণীত আইন যদি জনগণের কাজে না লাগে তখনই সংশোধনী এবং সময়োপযোগী কঠোর ব্যাবস্থা গ্রহন প্রয়োজন হয় । সুখী সমৃদ্ধশালী ও মেধা সম্পন্ন জাতি গঠনের লক্ষ্যে খাদ্যে ভেজাল প্রতিরোধে নিরাপদ খাদ্য আইন-২০১৩ ও মোবাইল কোর্ট আইন-২০০৯ এ প্রয়োজনীয় সংশোধনী এনে – বিশেষ ক্ষমতা আাইন ১৯৭৪ এর ২৫-সি ধারায় বর্ণিত মৃত্যুদন্ডসহ অন্যান্য বিধি-বিধান সংযোজন ও দ্রুত কার্যকরী করার মাধ্যমে পুষ্টি সম্মত নিরাপদ খাদ্যের দেশ গড়ে তোলার লক্ষ্যে আইন প্রণয়নের জন্য স্মারকর্লিপিতে প্রধানমন্ত্রীর কাছে দাবি জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন এনসিবি’র সিনিঃ ভাইস চেয়ারম্যান কাজী মোঃ ইউসুফ আলী চৌধুরী,প্রেসিডিয়াম সদস্য মাহফুজা আক্তার বীণা, অতিঃ মহাসচিব অধ্যক্ষ মোঃ মিজানুর রহমান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here