খুলনায় ‘কৃষকের হাসি’ অ্যাপে ধান ক্রয় শুরু

0
119
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: খুলনায় ‘কৃষকের হাসি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান ক্রয় শুরু হয়েছে। শনিবার দুপুরে খুলনার মহেশ্বরপাশা সিএসডি চত্বরে দিঘলিয়া উপজেলার কৃষকদের নিকট থেকে ডিজিটাল পদ্ধতিতে ধান ক্রয়ের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার ড. মু. আনোয়ার হোসেন হাওলাদার।
এর মাধ্যমে কৃষক মধ্যস্বত্ত্বভোগীর খপ্পরে না পড়ে ন্যায্যমূল্যে তার উৎপাদিত ধান বিক্রি করতে পারবেন। খুলনা জেলা প্রশাসনের উদ্ভাবিত ‘কৃষকের হাসি’ অ্যাপটি গুগল প্লে-স্টোর থেকে সহজে ডাউনলোড করা যাবে।
জানা যায়, মোবাইল অ্যাপের মাধ্যমে দিঘলিয়া উপজেলা থেকে ২৬ টাকা কেজি দরে ৭০১ মেট্রিক টন বোরো ধান ক্রয় করা হবে। এসময় জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন, আঞ্চলিক খাদ্য নিয়ন্ত্রক মাহবুবুর রহমান, দিঘলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হাফিজ-আল-আসাদ উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here