গণতন্ত্র পুনরুদ্ধারে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির অনিবার্য….. মোয়াজ্জেম হোসেন আলাল

0
163
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: গণতন্ত্র পুনরুদ্ধারে বিএনপি চেয়ারপার্সন সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি অনিবার্য বলে মন্তব্য করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব এড. সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের মওলানা আকরম খাঁ হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা আয়োজিত “দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তি ও স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র পুনরুদ্ধার” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মোয়াজ্জেম হোসেন আলাল বলেন, “স্বাধীনতার মূলমন্ত্র গণতন্ত্র হরণ করে ক্ষমতাসীন আওয়ামী লীগ অন্যায়ভাবে জাতির উপর জগদ্দল পাথরের ন্যায় চেপে বসেছে। বর্তমান আওয়ামী লীগে কোন সৎ ও ভদ্রলোকের স্থান নেই। ড. কামাল হোসেন, কাদের সিদ্দিকীসহ অনেক দেশপ্রেমিক ব্যাক্তিরা আওয়ামী লীগের রাজনীতি ঘৃণাভরে প্রত্যাখান করেছেন। আওয়ামী লীগে কোন খেতাব প্রাপ্ত মুক্তিযোদ্ধা নেই। যা বিএনপিতে রয়েছে। স্বৈরাচারী শেখ হাসিনার সরকারের পতন ও দেশনেত্রীর মুক্তির জন্য আন্দোলনের বিকল্প নেই।”
প্রধান বক্তা হিসেবে জাগপার সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা খন্দকার লুৎফর রহমান বলেন, “দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে একটি ফরমায়েশি মামলায় অন্যায় ভাবে জেলে আটকে রাখা হয়েছে। তাঁকে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে। এই বিজয়ের মাসে স্বাধীনতা ঘোষক শহীদ জিয়াউর রহমানের সহধর্মীনী সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রীর মুক্তির জন্য গণ আন্দোলনের বিকল্প নেই।”
জাগপার ভারপ্রাপ্ত সভাপতি খন্দকার আবিদুর রহমানের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডাঃ মোস্তাফিজুর রহমান ইরান, জাগপার সহ-সভাপতি আ.শ.ম. মেজবাহ উদ্দিন, রাকিব উদ্দিন চৌধুরী মুন্না, যুগ্ম সাধারণ সম্পাদক ডা: আওলাদ হোসেন শিল্পী, সাংগঠনিক সম্পাদক প্রিন্সিপাল হুমায়ুন কবির, আন্তর্জাতিক সম্পাদক শাহাদত হোসেন, সদস্য হোসেন মুবারক, আবু সুফিয়ান, সাইফুল আলম প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here