গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে আ-লীগের ত্যাগ রয়েছে……. মোজাফ্ফর হোসেন পল্টু

0
97
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি): বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপদেষ্টা মোজাফ্ফর হোসেন পল্টু বলেছেন, ভাষা আন্দোলন থেকে শুরু করে স্বাধীনতা সংগ্রাম ও মুক্তিযুদ্ধসহ সকল গণতান্ত্রিক আন্দোলন-সংগ্রামে বাংলাদেশ আওয়ামী লীগের অসামান্য ত্যাগ রয়েছে। বাঙালি জাতির মুক্তির মূলমন্ত্রে ধিক্ষিত হয়ে ১৯৪৯ সালের ২৩ জুন পুরান ঢাকার তৎকালীন রোজ গার্ডেনে জন্মনেয় বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর থেকে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, কর্মসংস্থানসহ মানবাধিকার সুনিশ্চিত করতে আওয়ামী লীগ অগ্রণী ভূমিকা পালন করে আসছে। আওয়ামী লীগের জন্ম হয়েছিল বলেই ১৯৭১ সালে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে আমরা মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জন করতে পেরেছি। যা বাঙালি জাতির সর্বশ্রেষ্ঠ ও মহত্তম অর্জন। বর্তমানে বঙ্গবন্ধু জ্যেষ্ঠকন্যা জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ সুসংগঠিত। ফলে দেশে উন্নয়ন-অগ্রগতি জাতীয় ও আন্তর্জাতিকভাবে প্রশংসিত। তিনি আরো বলেন, আওয়ামী লীগ শুধু একটি রাজনৈতিক দল নয়, এটি একটি পরিবার। তিনি আওয়ামী লীগ নেতাকর্মীদের আরো অধিক ঐক্যবদ্ধ হয়ে জননেত্রী শেখ হাসিনার উন্নয়ন কাজে অংশগ্রহণ করার আহ্বান জানান।

বাংলাদেশ আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বঙ্গবন্ধু একাডেমীর উদ্যোগে ঢাকার কাকরাইলস্থ ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউশন মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ঢাকা মহানর দক্ষিণ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, বাংলাদেশ কৃষক লীগের সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট শামসুল হক রেজা, বঙ্গবন্ধু গবেষণা পরিষদের কেন্দ্রীয় সভাপতি লায়ন মোঃ গনি মিয়া বাবুল, বঙ্গবন্ধু সৈনিক লীগের কেন্দ্রীয় আহ্বায়ক এশিয়ান টেলিভিশনের চেয়ারম্যান মোঃ হরুন-অর-রশিদ ও দৈনিক স্বদেশ বিচিত্রার সম্পাদক অশোক ধর। বঙ্গবন্ধু একাডেমীর মহাসচিব হুমায়ুন কবির মিজির সঞ্চালনায় সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ আলোচনায় অংশগ্রহণ করেন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here