গণমুখী ও দারিদ্র্য বিমোচনের বাজেট চাই

0
89
728×90 Banner

ডেইলি গাজীপুর ( সংবাদ বিজ্ঞপ্তি ) : হক-ভাসানী ঐক্যজোটের উদ্যোগে ২৪ মে (সোমবার) জোটের কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক দলের জাতীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে এক প্রাক-বাজেট আলোচনা সভা অনুষ্ঠিত হয়। হক-ভাসানী ঐক্যজোটের আহ্বায়ক ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান এম. এ. ভাসানীর সভাপতিত্বে ও কৃষক মোর্চার আহ্বায়ক মোহাম্মদ মাসুদের পরিচালনায় আলোচনা সভায় অংশগ্রহণ করেন বাংলাদেশ পিপলস্ পার্টির মহাসিচব জাফরুল্লাহ চৌধুরী, বাংলাদেশ গণতান্ত্রিক মুক্তি আন্দোলনের চেয়ারম্যান আশরাফ আলী হাওলাদার, বাংলাদেশ কনজারভেটিভ পার্টির চেয়ারম্যান আনিসুর রহমান দেশ, ভাড়াটিয়া কল্যাণ সমিতির আহ্বায়ক সিরাজ মাস্টার, বাংলাদেশ ন্যায় বিচার পার্টির সভাপতি মোঃ হোসেন খান লিটন প্রমুখ।
আলোচনা সভায় মাননীয় প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রী বরাবর ২০২১-২২ অর্থবছরের জাতীয় বাজেটে অন্তর্ভুক্তির জন্য নিম্নলিখিত সুপারিশসমূহ তুলে ধরা হয়-
১) দেশে করোনা টিকা উৎপাদন ও গণটিকাদান কর্মসূচি বাস্তবায়নে বাজেটে সর্বোচ্চ বরাদ্দ প্রদান করা হোক।
২) নগর ও গ্রামে কর্মহীন মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির জন্য বিশেষ স্কীম বাস্তবায়নে অগ্রাধিকার দেওয়া হোক।
৩) নিম্ন আয়ের ভাড়াটিয়াদের ৩ মাসের বাড়ি ভাড়া মওকুফে বরাদ্দ রাখা উচিত।
৪) কৃষি পণ্যের ন্যায্যমূল্য নিশ্চিতকরণে বিশেষ বরাদ্দ প্রয়োজন।
৫) আলুসহ বিভিন্ন কৃষি পণ্যের হিমাগার নির্মাণে উদ্যোক্তাদের সরকারের আর্থিক ও নীতি সহায়তার ঘোষণা বাজেটে থাকা প্রয়োজন।
৬) করোনা সংকট মোকাবেলায় কর্মহারা দিনমজুর ও নিম্ন আয়ের মানুষের জন্য বিশেষ রেশনিং ব্যবস্থা চালু।
৭) শিক্ষার্থীদের টিউশন ফি মুওকুফ।
৮) ক্ষুদ্র উদ্যোক্তা ও হকারদের ব্যবসায়িক ক্ষতি পূরণে সরকার ঘোষিত প্রণোদনার সঠিক বাস্তবায়ন।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here