ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : ভারতের শীর্ষ ধনকুবের রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের কর্ণধার মুকেশ আম্বানির একমাত্র মেয়ে ঈশা আম্বানি বিগত কয়েক মাস ধরেই খবরের শিরোনামে রয়েছেন। ঈশার বাগদান থেকে বিয়ে সব কিছুই ধরা পড়েছে সংবাদমাধ্যম থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে।
নিউ ইয়র্কের মেট্রোপলিটান মিউজিয়াম অব আর্টে ৬ মে থেকে শুরু হয়েছে মেট গালা ২০১৯। সেখানে ঈশা আম্বানিকে দেখা গেল ডিজনি প্রিন্সেস লুকে। অনুষ্ঠানে ঈশার পোশাক সবকিছুকে ছাপিয়ে প্রশংসা কুড়িয়েছে। কিন্তু কেন?

তবে এই প্রথম নয়, ইশা এর আগে ২০১৭ সালে মেট গালা-তে অংশগ্রহণ করেছিলেন। সে সময়ও নজর কেড়েছিল তাঁর গাউন।
চলতি বছরে মেট গালা-র থিম ছিল ‘Camp: Notes on Fashion’. ইশা ছাড়াও এই অনুষ্ঠানে অংশগ্রহণ করেছিলেন দীপিকা পাড়ুকোণ এবং প্রিয়াঙ্কা চোপড়া, বলিউডের দুই প্রথম সারির অভিনেত্রী। তাঁদের পোশাক এবং অ্যাটিচুডে নজর কাড়েন তাঁরাও। উপস্থিত ছিলেন প্রিয়াঙ্কার স্বামী নিক জোনাস সহ আরও অনেকে।