গাজীপুরের গাছায় মাসব্যাপি বিজয় মেলার উদ্বোধন

0
152
728×90 Banner

অলিদুর রহমান অলি: গাজীপুর মহানগর: বিজয়ের মাসে গাজীপুর সিটি করপোরেশনের ৩৬নং ওয়ার্ড গাছা উচ্চ বিদ্যালয় মাঠে গাছা থানা বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের আয়োজনে মাসব্যাপী বিজয় মেলার উদ্বোধনী অনুষ্ঠান গতকাল সন্ধ্যায় বর্ণিল সাজে বেলুন ও শান্তির পায়রা উড়িয়ে শুভ উদ্ধোধন করা হয়েছে। গাছা উচ্চ বিদ্যালয় ও গাছা সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ শফিকুল ইসলামের সভাপতিত্বে এবং গাছা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মোঃ আক্তার হোসেন টিপুর পরিচালনায় বাঙালি জাতির গৌরব বিজয় মেলা উদ্বোধন করেন গাজীপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার পিপিএম (অপরাধ দক্ষিণ) মো. ইব্রাহিম খান, প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাজীপুর-২ আসনের সাংসদ সদস্য যুব ও ক্রিড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল এমপি। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন গাছা থানা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ মো.মহিউদ্দিন আহাম্মেদ মহি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন গাছাপ্রেস ক্লাবের সভাপতি ও ৩৫নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল, গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম, গাজীপুর সিটি করপোরেশনের ৩৭নং ওয়ার্ড কাউন্সিলর মো. রাশেদ্দুজ্জামান জুয়েল মন্ডল, ৩৬নং ওয়ার্ড কাউন্সিলর ইকবাল হোসেন মোল্লা, সংরক্ষিত মহিলা কাউন্সিলর হাসনা হেনা, গাজীপুর মহানগর শ্রমিক লীগের যুগ্ন আহবায়ক মজিবুর রহমান, গাছা থানা মৎস্যজীবী লীগের সভাপতি মোঃ নবীন হোসেন, সিদ্দিকুর রহমান সিদ্দিক, মামুনুর রশিদ মামুন প্রমুখ। বিজয় মেলা ঘিরে সাজানো হয়েছে বর্ণীল সাজে নাগর দোলা আর বিভিন্ন দোকনের সমারহ যেনো দৃষ্টি নন্দন করে তুলেছে মেলা জুড়ে।
অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল বলেন, মহান বিজয় দিবস উপলক্ষে এ ধরনের বিজয় মেলার আয়োজন দেখে সত্যিই আমি মুগ্ধ। বিজয় মেলা আয়োজনের ফলে আমাদের পরবর্তী প্রজন্ম মুক্তিযুদ্ধ ও আমাদের স্বাধীনতা সম্পর্কে আরও বেশি জানতে পারবে। মেলায় আসা দর্শনার্থীরা মহান বিজয় দিবস উপলক্ষে এ ধরনের সুন্দর একটি মেলার আয়োজন করার জন্য আয়োজকদের ধন্যবাদ জানান। দর্শনার্থীরা বলেন, প্রতি বছরে এ ধরনের মেলার আয়োজন করা হলে, আমাদের বাচ্চারা আমাদের মহান মুক্তিযুদ্ধ সম্পর্কে এবং দেশীয় ঐতিহ্য সম্পর্কে আরও বেশি জ্ঞান লাভ করতে পারবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here