গাজীপুরের বাসন হতে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য গ্রেফতার

0
298
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: র‌্যাবের অভিযানে গাজীপুর মহানগরীর বাসন হতে অভিনব কায়দায় মাদক পরিবহনকালে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের ০১ সদস্যকে ৬০ কেজি গাঁজাসহ মাদক পরিবহণে ব্যবহৃত ১ টি প্রাইভেটকার জব্দ করেছে।
শনিবার র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গাজীপুর মহানগরীর বাসন থানাধীন নাওজোড়স্থ বাইপাস রোডের উত্তর পার্শ্বে অবস্থিত মাম সিএনজি পাম্প এর সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য মোঃ মিন্টু মিয়া (৩৮), পিতা- মৃতত আব্দুল আজিজ, মাতা- মৃত নেওয়া বিবি, সাং- বুত্তিমন্ডপুর, পোঃ বুত্তিমন্ডপুর, থানা- মৌলভীবাজার সদর, জেলা- মৌলভীবাজার’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীর চালিত প্রাইভেটকার হতে ৬০ কেজি গাঁজা, ০১ টি মোবাইল ফোন ও নগদ ১৮০০/- টাকা উদ্ধার করা হয় এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়।
ধৃত আসামী মিন্টু’কে জিজ্ঞাসাবাদে জানা যায়, সে পেশায় একজন প্রাইভেটকার চালক। সে প্রায় ২০-২২ বছর যাবত একজন ব্যাংক কর্মকর্তার গাড়ি চালাত। সে প্রাইভেটকার চালনার পাশাপাশি মৌলভীবাজারের জনৈক শফিকের মাধ্যমে মাদক ব্যবসায় জড়িয়ে পড়ে। সে দীর্ঘদিন যাবত মাদক ব্যবসার সাথে জড়িত। সে বর্ণিত গাঁজার চালানটি মৌলভীবাজার জেলার শায়েস্তাগঞ্জ এলাকা হতে রাজধানী ঢাকায় নিয়ে আসছিল বলে জানায়। বর্ণিত চালানটি রাজধানীর জনৈক মাদক ব্যবসায়ীর নিকট সরবরাহ করার কথা ছিল। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ফাঁকি দেওয়ার উদ্দেশ্যে সে যাত্রী পরিবহনের আড়ালে রাজধানীতে এসব মাদক দ্রব্য নিয়ে আসত। সে ইতিপূর্বে ০৮/১০ টি মাদকের চালান ঢাকায় নিয়ে এসেছে বলে স্বীকার করে। চালান প্রতি মাদক ব্যবসায়ীরা তাকে ৪৫,০০০/- টাকা করে দিত বলে জানায়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here