গাজীপুরে নৌকা প্রার্থীর উঠান বৈঠকে খিচুড়ি খাওয়া নিয়ে সংঘর্ষ, আহত ৫

0
70
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরে খিচুড়ি খাওয়া নিয়ে নৌকা প্রার্থীর উঠান বৈঠকে দুই গ্রুপের সংঘর্ষে পাঁচজন আহত হয়েছে। রোববার রাত সাড়ে ১০টার দিকে সিটি করপোরেশনের আউচপাড়া মামদি মোল্লা স্কুলের হলরুমে এ ঘটনা ঘটে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার রাত ৮টার দিকে ওই স্কুলে গাজীপুর-২ আসনের নৌকা প্রতীকের প্রার্থী যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. জাহিদ আহসান রাসেল এমপির সমর্থনে উঠান বৈঠক শুরু হয়। রাত সাড়ে ১০টার দিকে বৈঠক শেষে খিচুড়ি খাওয়া নিয়ে স্থানীয় রিংকু ও রবিন গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে উভয়পক্ষের অন্তত পাঁচজন আহত হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা দুই পক্ষকে সরিয়ে দেন। পরে বিদ্যালয়ের বাইরে পৃথকভাবে অবস্থান নিয়ে পরস্পর শক্তি বৃদ্ধি করে। সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
বৈঠকে প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল উপস্থিত না থাকলেও স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর বিল্লাল হোসেন মোল্লা, সাবেক কাউন্সিলর নাসির উদ্দিন মোল্লা ও মহিলা আওয়ামী লীগ নেত্রী আয়েশা খাতুনসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৈঠকে উপস্থিত নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক ব্যক্তি জানান, পরিস্থিতি অবনতির আশংকায় এলাকায় পুলিশ অবস্থান নেয়। আহতদের মধ্যে সোহান নামে একজনের নাম জানা গেছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাখাওয়াত হোসেন বলেন, দুই গ্রুপের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে, তবে জটিল কিছু নয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। এ বিষয়ে কেউ এখনো আনুষ্ঠানিকভাবে আমাদের জানায়নি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here