গাজীপুরে প্রাথমিক সহকারি শিক্ষকদের মানববন্ধন

0
208
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকদের পদোন্নতিসহ ১১তম গ্রেডে বেতন বাস্তবায়নের দাবিতে গাজীপুরে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। সোমবার বিকেলে টঙ্গীর কলেজ গেটে ও জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গাজীপুর জেলা ও গাজীপুর মহানগর শাখার সহকারি শিক্ষক সমিতির ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচিতে গাজীপুর মহানগর ও জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কর্মরত ২শতাধিক সহকারী শিক্ষক অংশ নেন। কর্মসূচি চলাকালে টঙ্গীতে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নিজাম উদ্দিন, নিগার সুলতানা রানু,আতিকুর জামান, গাজীপুর জেলা সহকারী শিক্ষক সমিতির সভাপতি মো: নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন দুলাল, সমিতির গাজীপুর মহানগর শাখার সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, সমিতির সদস্য সম্পা রহমান, মাহবুবুর রহমান, মাসুদ রানা, শরিফুল আলম প্রমুখ।

বক্তারা প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের বেতন ২০১৪ সালের ৯ মার্চ থেকে ১১তম গ্রেডে পুন:নির্ধারন করে শতভাগ বিভাগীয় পদোন্নতির সুযোগ প্রদান করাসহ ন্যায্য দাবি বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহবান জানান।
মানববন্ধন কর্মসূচি পালন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবরে একটি স্মারকলিপি প্রদান করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here