গাজীপুরে ফাঁসির আদেশ প্রাপ্ত পলাতক আসামী গ্রেফতার

0
306
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : ২০০৮সালে গাজীপুরে আলোচিত আইনজীবি সোহেল হত্যা মামলার ফাঁসির আদেশ প্রাপ্ত পলাতক আসামী সজলকে র‌্যাব-১, গাজীপুর ক্যাম্প গ্রেফতার করেছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২ টায় র‌্যাব-১, স্পেশালাইজড্ কোম্পানী পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুরের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, গাজীপুর জেলার জয়দেবপুর থানার মামলা নং-৬৬, তারিখ ১১/০৩/২০০৮খ্রিঃ, দায়রা মামলা ১৫৪/০৯, ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। খুন মামলার গ্রেফতারী পরোয়ানার ফাঁসির আদেশ প্রাপ্ত পলাতক আসামী ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ জনপদের মোড় এলাকায় অবস্থান করতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/ফোর্স সহ ডিএমপি ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়দাবাদ জনপদের মোড় বাসা নং-১০/৬(এ) এ অভিযান পরিচালনা করে। অভিযানকালে গাজীপুর জেলার জয়দেবপুর থানার মামলা নং-৬৬, তারিখ ১১/০৩/২০০৮খ্রিঃ ধারা-৩০২/৩৪ পেনাল কোড-১৮৬০। পলাতক আসামী ১। মোঃ সায়মন শাহরিয়ার @সজল(২৫), পিতা-মোঃ আঃ রউফ, সাং- সায়দাবাদ জনপদের মোড়, বাসা নং-১০/৬(এ), থানা-যাত্রাবাড়ী, ডিএমপি-ঢাকা’কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীকে জিজ্ঞাসাবাদে জানায় যে, সে ২০০৮ সালে গাজীপুর জেলার জয়দেবপুর থানা দক্ষিন ছায়াবিথী(সোহেলের দোকান ঘর সংলগ্ন বাড়ী) এলাকায় অবস্থান কালে অত্র মামলার ভিকটিম ফিরোজ্জামান@সোহেল(২৮)কে সে সহ সহযোগী অপরাপর আসামীরা মিলে নিঃশংস ভাবে খুন করে। পরবর্তীতে খুনের মামলা হতে গ্রেফতার এড়ানোর জন্য গাজীপুর হতে পলায়ন করিয়া দেশের বিভিন্ন এলাকায় আতœগোপন করে। বিজ্ঞ আদালত মামলার বিচার শেষে বর্ণিত আসামীকে পেনাল কোডের ৩০২ ধারায় দোষী সাব্যস্থ করিয়া মৃত্যু দন্ডে দন্ডিত ও ১০০০০/-(দশ হাজার) টাকা জরিমানার আদেশ দেন। উক্ত আসামী দীর্ঘ দিন ধরিয়া গ্রেফতার এড়ানোর লক্ষ্যে আতœগোপন করিয়া থাকে। গোপন সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার আব্দুল্লাহ আল মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার/ফোর্স সহ র‌্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর কর্র্তৃক খুনের মতো জঘণ্যতম মামলার মৃত্যু দন্ডাদেশ প্রাপ্ত আসামীকে তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামীর অবস্থান নিশ্চিত হইয়া অবশেষে ডিএমপি, ঢাকার যাত্রাবাড়ী থানাধীন সায়েদাবাদ এলাকা হতে অদ্য ৩১/১০/১৯ইং তারিখ ভোর ০৪.৩০ ঘটিকার সময় অভিযান পরিচালনা করিয়া দীর্ঘ ১১ বছর পর গ্রেফতার করেন।
গ্রেফতারকৃত আসামীকে গাজীপুর সদর থানায় হস্তান্তরের ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here