গাজীপুরে বন্দুকযুদ্ধে ডাকাত নিহত

0
267
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের শ্রীপুরে র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে এক ডাকাত নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন র‌্যাবের দুই সদস্য।
বৃহস্পতিবার রাতে উপজেলার দুম্বারিচালায় এ ঘটনা ঘটে। নিহত বাবুল মিয়া উপজেলার কাওরাইদ ইউপির জাহাঙ্গীরপুর গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- র‌্যাবের কনস্টেবল জিকরুল ও সৈনিক কামরুল।
র‌্যাব-১ এর এএসপি কামরুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুম্বারিচালা এলাকায় অভিযান চালায় র‌্যাব। অভিযানের টের পেয়ে মাদক ব্যবসায়ীরা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে গোলাগুলির সময় বাবুল গুলিবিদ্ধ ও র‌্যাবের দুই সদস্য আহত হন। তাৎক্ষণিক গুলিবিদ্ধ বাবুলকে উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর তার মরদেহ শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। আহত র‌্যাব সদস্যেদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
তিনি আরো জানান, ঘ্টনাস্থল থেকে একটি বিদেশী পিস্তল, দুই রাউন্ড গুলি ও বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করা হয়।
নিহত বাবুল মিয়ার বিরুদ্ধে ২৪টি মামলা রয়েছে। এর মধ্যে ১২টি মাদক ও সাতটি ডাকাতি মামলা রয়েছে বলে জানান র‌্যাবের এ কর্মকর্তা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here