গাজীপুরে মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মানববন্ধন

0
75
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : শতভাগ উৎসব ভাতা, জাতীয়করণসহ পাঁচ দফা দাবি আদায়ের লক্ষ্যে গাজীপুরে মানববন্ধন করেছেন বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের সদস্যরা।
শুক্রবার সকালে গাজীপুর জেলা শহরের জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রাজবাড়ি সড়কে ঘণ্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এতে বক্তব্য রাখেন- বাংলাদেশ মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান পরিষদের সভাপতি আসমা আক্তার, সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, সাংগঠনিক সম্পাদক মো. মোশারফ হোসেন, কাপাসিয়া উপজেলা শাখার সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
তারা শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানগণ তাদের পাঁচ দফা বাস্তবায়নের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।
পাঁচ দফা দাবিতে বক্তারা বলেন, ঈদের আগেই শতভাগ উৎসবভাতা এবং বাড়িভাড়া প্রদান করতে হবে। সরকারি স্কুলের প্রধান শিক্ষকদের ন্যায় বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের ষষ্ঠ গ্রেড এবং সহ প্রধানদের ৭ম গ্রেড প্রদান করতে হবে। মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান ও সহপ্রধানদের দুটি উচ্চতর গ্রেড প্রদানের সুস্পষ্ট ঘোষণা প্রদান।
বেসরকারি মাধ্যমিক শিক্ষকদের ঐচ্ছিক বদলি এবং প্রতিষ্ঠান প্রদান ও সহপ্রধানদের এন.টি.আর.সি এর মাধ্যমে নিয়োগের ব্যবস্থা করতে হবে। এ ছাড়া তারা মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণেরও দাবি জানান।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here