
ডেইলি গাজীপুর প্রতিবেদক : গাজীপুরের গজারিয়াপাড়া এলাকা হতে ২২৫(দুইশত পচিশ) পিস ইয়াবাসহ ০৩ জন ইয়াবা ব্যবসায়ীকে হাতে নাতে গ্রেফতার করেছে র্যাব-১, গাজীপুর ক্যাম্প।
আজ ২৫ জানুয়ারি রাতে র্যাব-১, স্পেশালাইজড কোম্পানী, পোড়াবাড়ী ক্যাম্প, গাজীপুর এর আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন যে, জিএমপি, গাজীপুর সদর থানাধীন গজারিয়াপাড়া এলাকায় ইয়াবা ক্রয়-বিক্রয় হইতেছে। উক্ত সংবাদের ভিত্তিতে অত্র কোম্পানীর কোম্পানী কমান্ডার লেঃ কমান্ডার আব্দুল্লাহ আল-মামুন, (জি), বিএন এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সসহ জিএমপি, গাজীপুর সদর থানাধীন গজারিয়াপাড়া সাকিনস্থ কেমিলিয়া মোড় জিহাদী সুপার মার্কেট অনিক ফার্নিচার দোকানের সামনে পাঁকা রাস্তার উপর অভিযান পরিচালনা করেন। অভিযানকালে আসামী ১। মোঃ আছমত আলী(৪৫), পিতা-মৃত মকবুল হোসেন, মাতা-মৃত আতরজান, সাং-গজারিয়াপাড়া, ওয়ার্ড নং-২২, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ২। মোঃ মনির খান(২৬), পিতা-মোঃ জমির উদ্দিন, মাতা-মমতাজ বেগম, সাং-বটতলা, থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনা, এ/পি সাং-গজারিয়াপাড়া (খলিল এর বাড়ীর ভাড়াটিয়া), ওয়ার্ড নং-২২, থানা-সদর, জিএমপি, গাজীপুর, ৩। মোঃ আমিনুল ইসলাম(৪২), পিতা-মৃত আছির উদ্দিন, মাতা-ছামিরন বেগম, সাং-গজারিয়াপাড়া, ওয়ার্ড নং-২২, থানা-সদর, জিএমপি, গাজীপুরদেরকে গ্রেফতার করা হয়। এসময় উপস্থিত সাক্ষীদের সামনে ফোর্সের সহায়তায় আসামীদের দেহ তল্লাশী করে তাদের দখল হইতে সর্বমোট ২২৫(দুইশত পচিশ) পিস ইয়াবা ট্যাবলেট এবং ০৪ টি মোবাইল ফোন, নগদ ৪২,৪২৫/-(বিয়াল্লিশ হাজার চারশত পচিশ) টাকা উদ্ধার করা হয়। ধৃত আসামীদেরকে জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ চোরাইপথে বিদেশী মাদক আমদানি করিয়া গাজীপুর জেলার বিভিন্ন স্থানে বিক্রয় করে আসিতেছিল। অবৈধভাবে মাদকদ্রব্য ইয়াবা তাদের হেফাজতে রাখিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬(১) এর সারণি ১০(ক) ধারার অপরাধ করেছে।
উদ্ধারকৃত মাদক, নগদ টাকা এবং গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।






