
মোঃ বায়েজীদ হোসেন, গাজীপুর : বাংলাদেশ আনসার ও ভিডিপি গাজীপুর জেলা কমান্ড এর উদ্দ্যোগে করোনা ভাইরাস মোকাবিলায় জেলার তৃণমূল পর্যায়ে ম্যাকস,হ্যান্ড গ্লাপস,সাবান ও লিফলেট বিতরণ সহ সেনা, পুলিশের পাশাপাশি বিদেশ ফেরতদের হোম করোনটাইন, আইসোলিন রাখার বিষয়ে কাজ করে যাচ্ছে। জেলা কমান্ড্যান্ট মো আব্দুল্লাহ আল হাদীর পরিচালনায় মাস ব্যাপি বিতরণ কার্যক্রমে ৬৩৯০জন আনসার ভিডিপির সদস্য অংশ গ্রহণ করেন। এরেই অংশ হিসেবে রবিবার দুপুরে জেলা কমান্ড্যেন্টের উপস্থিতিতে রাজবাড়ী, ট্যাংকির পাড়, জোড় পকুর সহ ব্যাপক এলাকায় হত দরিদ্র ও কর্মজীবী মানুষের মধ্যে ভাইরাস প্রতিরোধক সামগ্রী বিতরণ করেন। উপকরনের মধ্যে ৫০০০/ হাজার ম্যাক ,৫০০০/ হ্যান্ড ক্লাপস,৮০০০/লিফলেট ও বেশকিছু সাবান বিতরন করা হয়।
