চাকরি বাঁচাতে শ্রমিকরা ঝুঁকি নিয়ে কর্মস্থলে, বন্ধের নোটিশ পেয়ে দুর্ভোগে শ্রমিকরা

0
178
728×90 Banner

মোঃ বায়েজীদ হোসেন : করোনা ভাইরাসের কারণে দেশে চলছে অঘোষিত লকডাউন। এ বিষয়কে কেন্দ্র করে গত ২৬ মার্চ থেকে ১০ দিন দেশের সকল পোশাক কারখানাগুরো বন্ধ থাকার ঘোষণা করা হয়। কারখানা বন্ধের ছুটি পেয়ে শ্রমিকরা বেশির ভাগ বাড়ি ফিরে গিয়েছিলেন। ঘোষিত ছুটি শেষে প্রায় ৮০ ভাগ শ্রমিক গত শুক্রবার ও শনিবার নিজ নিজ কর্মস্থল এলাকায় চলে এসেছেন। পরিস্থিতি স্বাভাবিক না হওয়াতে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র অনুরোধে ৫ এপ্রিল রোববার থেকে গাজীপুরের প্রায় সব পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেছে কারখানা কর্তৃপক্ষ। যা শ্রমিকদের আগে থেকে জানানো হয়নি। দুই দিন নানা দুর্ভোগ সহ্য করে গাজীপুরে আসার পর রোববার সকালে কারখানায় গিয়ে ১১ এপ্রিল পর্যন্ত বন্ধের নোটিশ পান পোশাক শ্রমিকরা। এতে করে শ্রমিকরা পড়েছে চরম দুর্ভোগে। গাজীপুর মহানগরীর বোর্ডবাজার এলাকার পোশাক শ্রমিক আলমগীর বলেন, চাকরি বাঁচাতে শুক্রবার জীবনের ঝুঁকি নিয়ে যানবাহনের স্বল্পতায় পাঁয়ে হেঁটে, অটোরিকশায়, ট্রাক ও পিকআপে করে ময়মনসিংহ থেকে গাজীপুরে আসি। যাওয়ার সময় প্রায় দ্বিগুণ ভাড়া দিয়ে ময়মনসিংহ যাই। ঠিক আসার সময়ও দ্বিগুণের বেশি ভাড়া দিয়ে গাজীপুর আসি। সকালে কারখানায় গিয়ে দেখতে পাই ছুটির নোটিশ। এখন এ মুর্হুতে আমরা ছুটির এ কয়েকদিন কিভাবে জীবন যাপন করবো তা নিয়ে চিন্তিত হয়ে পড়েছি। অপর মহিলা শ্রমিক নিলুফা বেগম বলেন, বাড়িতে অসুস্থ বাবাকে রেখে চাকরি বাঁচাতে চলে এসেছি। তাছাড়া সামনে বেতন দেয়ার সময় হয়েছে। এ সময়ে কারখানায় হাজির না হলে বেতন বন্ধ থাকবে। এমনিতেই নানা অযুহাতে কারখানা থেকে শ্রমিক ছাঁটাই করা হয়। তাই নানা ঝক্কি ঝামেলা সহ্য করে কর্মস্থলে ছুটে এসেছি। এখন দেখি কারখানা আবার বন্ধ দিয়েছে। এ সময় আমাদের ঘরে কোন বাজার সদায় নেই তাছাড়া হাতে টাকা-পয়সা নেই। বেতন কবে দিবে তারও কোন নিশ্চয়তা পাচ্ছিনা। এবিষয়ে নগরীর বড়বাড়ি এলাকার লুনা ফ্যাশন লি: এর জেনারেল ম্যানেজার ইমদাদুল হক ইমাদ বলেন, সার্বিক পরিস্থিতি চিন্তা করে কারখানা বন্ধ ঘোষণা করা হয়। তখন শ্রমিকদের লগডাউন সম্পর্কে ভালো ভাবে বুঝিয়ে বলা হয়। তাদেরকে নিজ নিজ বাসা থেকে বের হতে নিষেধ করা হয়। কিন্তু তারা নিষেধ অমান্য করে যার যার গ্রামের বাড়িতে চলে যায়। এখন আবার কষ্ট করে ফিরে এসেছে। বেতন যথা সময়ে দেবার কথা জানিয়ে দিয়েছি। ছুটির মধ্যে শ্রমিকদের নিজ নিজ বাসায় অবস্থান করার অনুরোধ জানিয়েছে কারখানা কর্তৃপক্ষ। অপরদিকে নগরীর কামারজুড়ি এলাকায় প্যানডোরা নামক পোশাক কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে কারখানার মূল ফটকে বিক্ষোভ করেছে। ওই কারখানা লিঙ্কিন অপারেটর মো: রাশেদ মিয়া জানান, ১০ দিন বন্ধ থাকার পর রোবার সকালে তারা যথারিতি কাজে যোগদান করেন। কিন্তু কারখানায় ঢুকার আগেই কর্তৃপক্ষ আইডি কার্ড পাঞ্চ না করে ঢুকতে বলে। পরে গত মাসের বকেয়া বেতন আগামী ৭ এপ্রিল এবং এপ্রিল মাসের শুধু বেসিক বিকাশের মাধ্যমে পাঠিয়ে দিবে বলে আবার কারখানার আগামী ৫ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করেন। কিন্তু এর আগে কখনো বেতন বিকাশে দেয় নি। তাই কারখানর সকল শ্রমিকরা বেতন যথানিয়মে দেয়ার দাবিতে বিক্ষোভ শুরু করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত তাদের বিক্ষোভ চলছিল। গাজীপুর মহানগরীর আলেমা টেক্সটাইল লিমিটেডের প্রশাসন বিভাগের কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শনিবার রাত ১০টার দিকে বিজিএমইএ’র সভাপতি রুবানা হক পোশাক কারখানা মালিকদের ১১ এপ্রিল পর্যন্ত কারখানা বন্ধ রাখার অনুরোধ জানানোর পর কারখানা কর্তৃপক্ষ রাতেই কারখানা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়। রোববার ভোরে কারখানার গেটে ছুটির নোটিশ টানানো হয়। গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকা ঘুরে দেখেছে বিজিএমইএ কারখানা বন্ধ রাখার অনুরোধ করায় ১১ এপ্রিল পর্যন্ত গাজীপুরের প্রায় সব পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে। তবে রফতানি অর্ডার রয়েছে এবং পিপিই তৈরি করছে এমন কয়েকটি কারখানা চালু রয়েছে বলে জানা গেছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here