টঙ্গীতে হত্যা মামলার ৪ আসামী গ্রেপ্তার

0
72
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : টঙ্গীর মিলগেট এলাকার নিশাত নগরে শাহ আলী(৩০) নামের একজন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ গত বৃহস্পতিবার টঙ্গীর বিভিন্ন স্থান থেকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় ৪জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ১। শাহ-আলম ২।আবুল হোসেন ৩।লালন ও ৪। মনির হোসেন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানায়, হত্যাকান্ডের পর নিহতের বড় বোন হালিমা বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামীকরে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করে।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফরিদ জানায়, টঙ্গীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে স্থানীয় মিলগেটে নিশাত নগর বস্তি সংলগ্ন জনৈক আবুল হোসোনের গ্যারেজে শাহ আলীকে জনতা রিকশা চুরি করার অভিযোগে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী ইতি আক্তারের দাবী, তার স্বামী তার সাথে ঘুমিয়ে ছিল। ভোররাতে কে বা কাহারা বাসা থেকে ডেকে নিয়ে যায়। স্ত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবে আামার স্বামী শাহ আলীকে খুন করা হয়েছে।
টঙ্গীতে হত্যা মামলার ৪ আসামী গ্রেপ্তার
টঙ্গী( গাজীপুর)প্রতিনিধি
টঙ্গীর মিলগেট এলাকার নিশাত নগরে শাহ আলী(৩০) নামের একজন যুবককে পিটিয়ে হত্যার ঘটনায় টঙ্গী পশ্চিম থানা পুলিশ গত বৃহস্পতিবার টঙ্গীর বিভিন্ন স্থান থেকে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে এজাহার নামীয় ৪জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃতরা হচ্ছেন ১। শাহ-আলম ২।আবুল হোসেন ৩।লালন ও ৪। মনির হোসেন। গ্রেপ্তারকৃতদের জিজ্ঞাসাবাদের জন্য গাজীপুর আদালত ২দিনের রিমান্ড মঞ্জুর করেছেন।
পুলিশ জানায়, হত্যাকান্ডের পর নিহতের বড় বোন হালিমা বেগম বাদী হয়ে ১৭ জনকে আসামীকরে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করে।মামলার তদন্তকারী কর্মকর্তা এস আই ফরিদ জানায়, টঙ্গীর বিভিন্নস্থানে অভিযান চালিয়ে হত্যাকান্ডে জড়িত থাকার অভিযোগে ৪জনকে গ্রেপ্তার করেছে। অন্যান্য আসামীদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
উল্লেখ্য গত বৃহস্পতিবার ভোররাত সাড়ে চারটার দিকে স্থানীয় মিলগেটে নিশাত নগর বস্তি সংলগ্ন জনৈক আবুল হোসোনের গ্যারেজে শাহ আলীকে জনতা রিকশা চুরি করার অভিযোগে ধরে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। নিহতের স্ত্রী ইতি আক্তারের দাবী, তার স্বামী তার সাথে ঘুমিয়ে ছিল। ভোররাতে কে বা কাহারা বাসা থেকে ডেকে নিয়ে যায়। স্ত্রীর অভিযোগ, পরিকল্পিতভাবে আামার স্বামী শাহ আলীকে খুন করা হয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here