গাজীপুর পুলিশ সুপারের আত্মীয় পরিচয়ে প্রতারক চক্রের হোতাসহ আটক- ২

0
236
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : পুলিশ কনেস্টেবল রিক্রুটম্যান ২০১৯ কে কেন্দ্র করে একটি সংঘবদ্ধ প্রতারক চক্র নিয়োগ প্রত্যাশী প্রার্থীদের কে মিথ্যা প্রলোভন দেখিয়ে এক বা একাধিক দল বা প্রতারক চক্র প্রতারণার মাধ্যমে মোটা অংকের অর্থ হাতিয়ে নেওয়ার প্রচেষ্টাকে প্রতিরোধের লক্ষে গাজীপুর পুলিশ সুপার এর নির্দেশে সাদা পোষাকে ও পোষাকে কয়েকটি পুলিশ দল জেলার পুলিশ লাইন্সসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ সুপারের আত্মীয় পরিচয় দানকারী প্রতারক চক্রের মূল হোতা সৈয়দ মাহমুদ হাসান জুয়েল (৩২) কে গ্রেফতার করে। জুয়েলের দেওয়া তথ্য মতে তার সহদর ভাই সৈয়দ মাহাবুব হোসেন (৪৮) গ্রেফতার করে। আটকৃত প্রতারক চক্রের ২ জনকেই তল্লাশী করে তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত ২টি মোবাইল ফোন পরিক্ষার প্রবেশপত্র ও অন্যান্য গুরুত্বপূর্ণ দলিল উদ্ধার করা হয়। পুলিশ জানায়, আটকৃতদের জিজ্ঞাসাবাদে জানা যায় ১। পাবনা জেলার মুমিন (রোল নং- ৩১১), শাহীন (রোল নং- ৩৯২), মোয়াজ্জেম, শরিফুল ইসলাম, ২। শেরপুর জেলার মোঃ মাসুদ রানা (রোল নং- ১১৩৬), রিফাত হাসান (রোল নং- ১১২০), ৩। নেত্রকোনা জেলার হোসাইন আহম্মেদ সরোয়ার, ৪। দিনাজপুর জেলার মহাদেব রায়, ৫। ফরিদপুর জেলার মোঃ হাসান আলী (মুক্তিযোদ্ধা কোটা রোন নং- ৩৭), আবির হোসেন (রোল নং- ৫৮), ৬। গোপালগঞ্জ জেলার সেলিমুল ইসলাম, ৭। ময়মনসিংহ জেলার সোহান হোসেন (রোল নং- ১০৫৮৯), ৮। রাজবাড়ী জেলার মারুফ, ৯। মাদারীপুর জেলার জুয়েল (রোল নং- ১৫৭), ১০। খুলনা জেলার রাব্বী আকুন্দী, ইমরান গাজী, জিহাদুল ইসলাম, ১১। সিরাজগঞ্জ জেলার মোঃ খায়রুল ইসলাম (রোল নং- ৬৪৬) সহ ১১টি জেলায় ভর্তি ইচ্ছুক রিক্রুট কনস্টেবলদের পরীক্ষায় উত্তির্ণ করে দেওয়ার কথা বলে মিথ্যা প্রলোভন দেখিয়ে প্রতারক চক্র মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত ২ জনেই ফরিদপুর জেলার বোয়ালমারী থানার রাজাপুর একালাকার সৈয়দ আলী আফজাল এর পুত্র।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here