

মো: শাহজালাল দেওয়ান: সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ ১৫ ই আগস্ট এ সপরিবারে নিহত সকল শহীদ এবং ২১শে আগস্ট গ্রেনেড হামলা নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে গাজীপুর মহানগর ৫২ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সন্ধ্যায় গাজীপুর সিটি কর্পোরেশন ৫২ নং ওয়ার্ড মুদাফা এলাকায় ৫২ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রাশিদুল ইসলাম বিল্লাল এর সঞ্চালনায় সভাপতিত্বে এবং ৫২ নং ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মনির মোল্লার সভাপতিত্বে আলোচনা সভা মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির ত্রান বিষয়ক সম্পাদক মোঃ সফিকুল ইসলাম,গাজীপুর সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র ৫২ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল আলিম মোল্লা,গাজীপুর মহানগর আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ বিল্লাল হোসেন,মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি রশিদ ভূঁইয়া,সরকার,গাজীপুর মহানগর ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি,মহানগর স্বেচ্ছাসেবক লীগের কার্যনির্বাহী সদস্য জাহিদুল কবির আনোয়ার,টঙ্গী থানা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এস এম রুহুল আমিন মনি সরকার,সাংগঠনিক সম্পাদক সাজিদ খান টুটুল, ৫১ নং ওয়ার্ড কাউন্সিলর আমজাদ হোসেন,টঙ্গী পশ্চিম থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি পদপ্রার্থী মামুনুর রশিদ মোল্লা,শামীম ইশতিয়াক,আজিজ রানা,সাধারন সম্পাদক পদপ্রার্থী সজিব হাসান জয়,টঙ্গী পশ্চিম থানা কৃষক লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মোসলেম উদ্দিন,এবং সাংগঠনিক সম্পাদক হাজী মোখলেসুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানের প্রধান আলোচক গাজীপুর মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন বলেন আগস্ট মাস আসলেই শোকে আমাদের এই হৃদয় কেঁপে উঠে অন্যদিকে পাকিস্তানের প্রেতাত্মারা আনন্দে মেতে উঠি,আমরা ভুলে যাইনি সেই ২০০৪ সালে ১৭ই আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা মেরে শত শত মানুষকে আহত করেছে এবং ২০০৫ সালে ২১ আগস্ট এভিনিউতে গ্রেনেড হামলায় ২৪টি তাজা প্রাণ কেড়ে নিয়েছে সেদিন প্রায় তিন শতাধিক নেতাকর্মী আহত হয় কোন পঙ্গুত্ব বরণ করে এখনো বেচে আছেন।তিনি আরো বলেন দেশ আজ উন্নয়নের মহাযাত্রা দিকে এগিয়ে যাচ্ছে অপরদিকে সেই একাত্তরের পরাজিত শক্তি সেই বঙ্গবন্ধু হত্যাকারীরা সেই শহীদ আহসান উল্লাহ মাস্টারের হত্যাকারীরা আজকে রাজপথে নেমে দেশকে অস্থিতিশীল পরিস্থিতি দিকে নিয়ে যেতে চায়,তারা এই সরকারের পতন চায়, তাই আমাদেরকে সজাগ থাকতে হবে, আগামীতে জাহিদ আহসান রাসেল এমপি কে পুনরায় নির্বাচিত করতে হবে।
আলোচনা সভা শেষে বঙ্গবন্ধু সহ এবং একুশে আগস্ট গ্রেনেড হামলা নিহত সকল শহীদের আত্মার মাগফিরাত করে মোনাজাত এবং গণভোজের আয়োজন করা হয়।
