টঙ্গী পূর্ব থানা তাঁতী লীগের উদ্যোগে বঙ্গবন্ধুর ৪৭ তম শাহাদাত বার্ষিকীতে আলোচনা সভা

0
178
728×90 Banner

মো: শাহজালাল দেওয়ান: হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭ তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা ও মহানগর টঙ্গী পূর্ব থানা তাঁতী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। ২৩ শে আগস্ট মঙ্গলবার গাজীপুর সিটি করপোরেশন ৫৬নং ওয়ার্ড শেরেবাংলা রোডে গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগ বন ও পরিবেশ উপ কমিটির সদস্য গাজীপুর সিটি কর্পোরেশন ৩৫ নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মন্ডল,গাজীপুর মহানগর যুবলীগের ১নং যুগ্ন আহবায়ক সাইফুল ইসলাম,গাজীপুর মহানগর তাতী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ আমান,গাজীপুর মহানগর তাঁতী লীগের মহিলা বিষয়ক সম্পাদক রাশিদা বেগম,টঙ্গী পূর্ব থানা তাঁতী লীগের সিনিয়র সহ-সভাপতি সুমন সরদার,সহ-সভাপতি শাহেন শাহ,শফিউদ্দিন খান শিমুল,মোহাম্মদ আলী,আলমগীর,সাংগঠনিক সম্পাদক আরিফ মোল্লা ও সদস্য সোহাগ মিয়া প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি গাজীপুর মহানগর তাঁতী লীগের সভাপতি শাহ আলম বলেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ, বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশে ব্যাপক উন্নয়ন করেছে। উন্নয়নের মহাপরিকল্পনার অংশ হিসেবে শেখ হাসিনার সরকার বিশ্ব ব্যাংকের চ্যালেঞ্জ অতিক্রম করে পদ্মাসেতু নির্মান করে দেখিয়ে দিয়েছেন। দ্রুত গতিতে এগিয়ে চলেছে সরকারের আরেক চ্যালেঞ্জিং প্রকল্প দেশের সর্ববৃহৎ এবং প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের নির্মাণ কাজ।দেশের অর্থনৈতিক উন্নয়নকে দ্রুত এগিয়ে নিতে কৃষি, শিল্প উৎপাদনের পাশাপাশি অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ওপরও তিনি গুরুত্ব দিয়েছেন। তিনি আরও বলেন আধুনিক যোগাযোগ ব্যবস্থা গড়ে তুলতে সরকার বিভিন্ন প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করে চলেছে। রাজধানীতে যানজট দূর করতে নির্মাণাধীন মেট্রো রেল প্রকল্পের কাজ এগিয়ে চলেছে। উত্তরা থেকে মতিঝিল এই মেট্রো রেল এখন দৃশ্যমান। দেশে বিদ্যুতের বিশাল ঘাটতির বোঝা মাথায় নিয়ে আওয়ামী লীগ সরকার গঠন করে। উন্নয়নের পূর্ব শর্ত বিদ্যুতের চাহিদা মোটাতে শেখ হাসিনার সরকার এই সেক্টরকে অগ্রাধিকার দিয়ে এগিয়ে নিচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে তার সরকার ব্যাপক সফলতা অর্জন করেছে। শিক্ষা খাত, স্বাস্থ্য খাতসহ বিভিন্ন খাতে প্রভূত উন্নতি সাধিত হয়েছে। স্বাস্থ্য সেবা মানুষের দোর গোড়ায় পৌঁছে দিতে বিভিন্ন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। একটি আধুনিক শিক্ষা পদ্ধতি প্রবর্তণে শিক্ষা ব্যবস্থাকে ঢেলে সাজাতে নতুন শিক্ষা নীতি প্রণয়ন করা হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং গাজীপুর ২আসনের সংসদ সদস্য আলহাজ্ব মোঃ জাহিদ আহসান রাসেল কে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত করতে হবে।
আলোচনা শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু-সহ তাঁর পরিবারের শাহাদত বরণকারী সকল সদস্যের রুহের মাগফিরাত কামনা করে দোয়া ও বিশেষ মোনাজাত এবং গনভোজের আয়োজন করা হয়।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here