গ্যাস সংযোগ বিচ্ছিন্নের প্রতিবাদে টঙ্গীতে ট্রেন আটকে বিক্ষোভ

0
185
728×90 Banner

জাহাঙ্গীর আকন্দ : টঙ্গীতে রেলওয়ে কলোনির গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার প্রতিবাদে ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি আটকে বিক্ষোভ করেছে টঙ্গী রেলওয়ের শ্রমিকরা। বুধবার সকাল সাড়ে ১০ থেকে টঙ্গী রেলওয়ে শ্রমিক নেতা ইব্রাহিমের নেতৃত্বে এই বিক্ষোভ কর্মসূচি ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় ঢাকাগামী সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনটি প্রায় ২০ মিনিট অবরুদ্ধ করে রাখেন তারা। পরে স্টেশন মাস্টারের অনুরোধে রেললাইন ছেড়ে প্লাটফর্মে অবস্থান নেন বিক্ষুব্ধ শ্রমিকরা। এ সময় রেলওয়ে শ্রমিক নেতা আলমগীর হোসেন, ফিরোজ হোসেন, রফিকুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিবাদ সভায় বিক্ষুব্ধ শ্রমিকরা বলেন, টঙ্গী রেলওয়ে কলোনির বাসিন্দারা রেলে কাজ করার সুবাদে এখানে বসবাস করে। এখানে অন্য কোনো পেশার মানুষ বসবাস করে না। এখানে যারা আছেন সবাই রেল শ্রমিক। রেলওয়ে কলোনির বৈধ গ্যাস সংযোগ তিতাস কোনো কারণ ছাড়াই বিচ্ছিন্ন করে দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন এই কলোনির শতাধিক পরিবার। আমরা আমাদের বৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নের কারণ জানতে চাই?
এ বিষয়ে টঙ্গী রেলওয়ে স্টেশন মাস্টার রাকিবুর রহমান বলেন, রেলওয়ের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে তাদের বুঝিয়ে রেললাইন থেকে সরিয়ে দেওয়া হয়েছে। রেল যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here