গ্রিসের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন দলের ভরাডুবি

0
134
728×90 Banner

ডেইলি গাজীপুর আন্তর্জাতিক ডেস্ক : গ্রিসের জাতীয় নির্বাচনে ক্ষমতাসীন সিরিজা পার্টির ভরাডুবি হয়েছে। ভ‚মিধস জয় পেয়েছে মধ্য ডানপন্থী নিউ ডেমোক্রেসি পার্টি। সংখ্যাগরিষ্ঠ আসন পাওয়া দলের নেতা কাইরিয়াকোস মিতসোটাকিস দেশটির নতুন প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। সিরিজা পার্টির নেতা বর্তমান প্রধানমন্ত্রী অ্যালেক্সিস সিপ্রাস পরাজয় মেনে নিয়েছেন। খবর: আনাদোলুর। ৯২ শতাংশ ভোট গণনা করা হয়েছে। এতে নিউ ডেমোক্রেসি পার্টি পেয়েছে ৪০ ভাগ ভোট। দলটি ৩০০ আসনের মধ্যে ১৫৮ আসন পেয়েছে। সিপ্রাসের দল সিরিজা পার্টি পেয়েছে ৩২ শতাংশ ভোট পেয়েছে। ৮৬ আসন পেয়ে সংসদের বিরোধী দলের আসনে বসছে। জয় নিশ্চিত হওয়ার পর রাজধানী এথেন্সে নিউ ডেমোক্রেসি পার্টির নেতা কাইরিয়াকোস মিতসোটাকিস বলেন, আমাদের দেশ আবারও গর্বভরে মাথা তুলে দাঁড়িয়েছে। বিভাজনের পথে না গিয়ে তিনি গ্রিসের সব নাগরিকের জন্য প্রধানমন্ত্রী হবেন বলে অঙ্গীকার করেন মিতসোটাকিস। গ্রিসের হবু প্রধানমন্ত্রী বলেন, এ জয় শুধু গ্রিসের জন্য নয়, ইউরোপের জন্যও গুরুত্বপূর্ণ। এ জয়ের মানে হলো আমরা গ্রিসে পরিবর্তন আনার জন্য সত্যিকারের শক্তিশালী ম্যান্ডেট পেয়েছি। যার প্রতিশ্রæতি আমি দিয়েছিলাম এবং তা করে দেখাবো। তিনি বলেন, আমি গ্রিসের সমস্যা জানি। এও জানি জনগণ আমাকে নেতা বানিয়েছে। আমি জনগণের ঘাড় থেকে করের বোঝা নামাব। পাশাপাশি বেশি বেশি নতুন কর্মসংস্থান সৃষ্টি করব।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here