চলে গেলেন ভাষাসৈনিক মুক্তিযোদ্ধা এড. আহমেদ আলী

0
336
728×90 Banner

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধিঃ ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরের জাতির জনক বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, প্রবীণ আইনজীবী ও রাজনীতিবিদ, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা এডভোকেট আহমেদ আলী। শুক্রবার দিবাগত রাতে রাজধানীর এ্যাপোলো হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্নানিল্লাহি—–রাজিউন। এডভোকেট আহমেদ আলী ততকালীন কুমিল্লা জেলার ব্রাহ্মণবাড়িয়া মহকুমার নবীনগরের কাজলিয়া গ্রামে এক সাধারণ কৃষক পরিবারে জন্ম গ্রহণ করেন। পরবর্তী কালে ছাত্রজীবন, কর্মজীবন ও রাজনৈতিক জীবন সবই ছিলো কুমিল্লা কেন্দ্রিক। প্রবীণ আইনজীবী এডভোকেট আহমেদ আলী ছিলেন বর্ণাঢ্য রাজনৈতিক জীবনের অধিকারী। বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চলের ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি। মহান স্বাধীনতা যুদ্ধে তিনি ছিলেন সংগঠকের ভুমিকায়। মুক্তিকালীন সময়ে পূর্বাঞ্চলের যুব শিবিরে চেয়ারম্যান ছিলেন তিনি। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর কুমিল্লায় প্রথম জাতীয় পতাকা উত্তোলনকারী এবং তিনি ছিলেন মুক্ত কুমিল্লার প্রথম প্রশাসক। তিনি একাধারে ভাষা সৈনিক, বীর মুক্তিযোদ্ধা, বাংলাদেশ বার কাউন্সিলের সাবেক ভাইস চেয়ারম্যান, এছাড়া কুমিল্লা জেলা বার কাউন্সিলের প্রথম নির্বাচিত চেয়ারম্যান। এর আগে ১৯৭০ সালে পূর্ব পাকিস্থান গণপরিষদ নির্বাচনে কুমিল্লা-৫ (বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া-৫) আসন থেকে এমএলএ নির্বাচিত হন। তিনি একজন বিশিষ্ট লেখকও ছিলেন। আওয়ামীলীগের ইতিহাস এবং সুরসম্রাট ড. উস্তাদ আলাউদ্দিন খাঁ সাহেবের জীবনীগ্রন্ত রচয়িতা করেন। ১৯৭১ সালের ৮ ডিসেম্বর কুমিল্লা মুক্ত দিবসে যেই কুমিল্লা টাউন হল মাঠে তার হাতে উত্তোলন করা হয় স্বাধীন বাংলাদেশের পতাকা, সেই মাঠেই আজ বিকালে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হবে। এর আগে তার গ্রামের বাড়ি কাজলিয়াতে প্রথম জানাজা নামাজ অনুষ্ঠিত ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here