চাঁদ দেখা গেছে ,কাল থেকে রোজা শুরু:সেহরি ও ইফতারের সময়সূচি

0
273
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক : আজ শুক্রবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় জামালপুর ও ময়মনসিংহে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। ফলে মুসলমানদের সিয়াম সাধনার (রোজা) মাস পবিত্র রমজান শুরু হচ্ছে শনিবার (২৫ এপ্রিল)। চাঁদ দেখা যাওয়ায় আগামী ২০ মে বুধবার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে।
শুক্রবার (২৪ এপ্রিল) জামালপুরের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ এনামুল হক চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করেছেন।
উল্লেখ্য, আজ শুক্রবার থেকে সৌদি আরবে পবিত্র মাহে রমজান শুরু হয়েছে। সে দেশের চাঁদ পর্যবেক্ষকরা এমনটাই জানিয়েছেন।
সৌদি আরবের মতো সংযুক্ত আরব আমিরাত, কুয়েত, ওমান, মিসর, মালয়েশিয়া, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া এবং সিঙ্গাপুরেও শুক্রবার থেকে রোজা শুরু হয়েছে।
এদিকে রমজানে সংক্ষিপ্ত পরিসরে তারাবির নামাজ আদায়ের অনুমতি দিয়েছেন দেশটির বাদশাহ সালমান বিন আবদুল আজিজ।
মসজিদ দুটিতে ১০ রাকাত করে তারাবির নামাজ আদায় করা হবে। তবে সাধারণ মুসল্লিরা মসজিদে ঢুকতে পারবেন না। শুধু ইমাম ও মুয়াজ্জিনসহ কর্মরতদের নিয়ে তারাবির নামাজ হবে।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here