চির নিদ্রায় শায়িত হলেন সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম

0
155
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: রাজধানীর নিকুঞ্জ -১ এর কবরস্থানে চির নিদ্রায় শায়িত হলেন সিনিয়র সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম রন্জু।
বুধবার বাদ আসর নিকুঞ্জ-১ এর কেন্দ্রীয় জামে মসজিদে নামাজে জানাযা শেষে তৎসংলগ্ন কবরস্থানে তাকে সমাহিত করা হয়।
জানাযায় প্রয়াত সাংবাদিকের বন্ধু-বান্ধব ও ঘনিষ্ঠ কিছু আত্মীয়-স্বজনকে অংশগ্রহণ করতে দেখা গেছে।
জানাযায় অংশ নেন প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী,সাবেক প্রধান বিচারপতি রুহুল আমিন,সাবেক সচিব শাহালম সিদ্দিকী,সাবেক ব্রিগেডিয়ার জেনারেল শাহ মোহাম্ম সুলতান উদ্দিন ইকবাল, সাবেক সচিব সাইফুল ইসলাম,সাবেক ডিএমপি কমিশনার নাইম আহমেদ তাজ মোহাম্মদসহ নিকুঞ্জ-১ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ।
ইচ্ছে থাকা সত্বেও করোনার কারনে দূর দুরান্ত থেকে অনেকেই জানাযায় অংশ নিতে পারেনি।
উল্লেখ্য,ব্রেইন স্ট্রোক করে গুলশানের ইউনাইটেড হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় সিনিয়র সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম বুধবার সকাল ১১:৩০ মৃত্যুর কোলে ঢলে পড়েন।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর। তিনি স্ত্রী,দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

গত ১৬এপ্রিল বিকাল ৬টার সময় মোহিতুল ইসলাম স্ট্রোক করলে দ্রুত ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে সমস্ত পরিক্ষা নিরিক্ষা করে তাকে এইচডিইউতে (HDU) রাখে। পরের দিন সকালে অবস্থার উন্নতি হয়,দুপুরে ওয়ার্ডে রাখে। এরপর ১৮ তারিখে আবার তৃতীয়বারের মত স্ট্রোক করলে অবস্থার অবনতি হয়। সিটি স্ক্যানে ব্রেইনে পানিতে ভরে যাওয়ার কথা জানান ডাক্তাররা। এরপর নিউরো সার্জন ডা. সায়েদ সাঈদ এর তত্ববধানে দ্রুত মাথায় অপারেশন করে আইসিইউতে রাখার পর অবস্থার কিছু উন্নতি হলে গতকাল রোববার তাকে নিউরো ওয়ার্ডের বেডে দেবার ঘন্টা খানেকের মধ্যে আবার সমস্যা দেখা দেয়। পরে আবার হার্ট এটাক হয় বলে ডাক্তারা জানালে দ্রুত আইসিইউতে লাইফ সাপোর্টে নেওয়া হয়।
সাংবাদিক খোন্দকার মোহিতুল ইসলাম রন্জু চাকরি জীবনে ঢাকার অনেক জাতীয় দৈনিকে সিনিয়র রিপোর্টার হিসেবে সুনামের সাথে বিভিন্ন গুরু দায়িত্ব পালন করেছেন।দৈনিক দেশ,বাংলার বানী, ডেইলি অবজারভারসহ বিভিন্ন জাতীয় দৈনিক ছাড়াও রাষ্টীয় বার্তা সংস্থা বাসসের বিশেষ দায়িত্ব পালন করেন। এ ছাড়া দৈনিক জনতার সম্পাদক ছিলেন খোন্দকার মোহিতুল ইসলাম ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here