চ্যালেঞ্জিং দৃশ্যে কাজ করতে হয়েছে: বুবলি

0
210
728×90 Banner

ডেইলি গাজীপুর বিনোদন: একজন অভিনয়শিল্পীকে একটি চরিত্র পর্দায় ভালোভাবে ফুটিয়ে তুলতে অনেক পরিশ্রম করতে হয়। আমিও করছি। কারণ আমি জানি দর্শককে খুশি করতে পরিশ্রমের বিকল্প নেই। আমার নতুন ছবি পাসওয়ার্ডে ঠিক তেমনই চ্যালেঞ্জিং কিছু দৃশ্যে কাজ করতে হয়েছে আমাকে। বিশেষ করে একটি দৃশ্যে লিফটের পাশে ফাইটিং এর কিছু দৃশ্য রয়েছে। যে লিফটি সেটে বানিয়ে কাজ করা হয়েছে তা দেখে প্রথমে কেউই বলতে পারবে না এটা একটা বিশাল সেট। একবারে বাস্তব দৃশ্যের সঙ্গে মিল রেখে সেটের কাজ করা হয়েছে। এখানে বেশকিছু চ্যালেঞ্জিং দৃশ্যে কাজ করেছি।
এমনকি মেডিকেলের দৃশ্যধারণের জন্য নির্মাতা রাজধানীর একটি মেডিকেল কলেজ হাসপাতালের সামনে শুটিং করেছেন। ছবির নায়ক-প্রযোজক শাকিব খান এ ছবিতে কোনো ক¤েপ্রামাইজ করেননি। দর্শকদের কথা মাথায় রেখেই শতভাগ কাজ করে চলেছেন তিনি। কথাগুলো বলছিলেন চিত্রনায়িকা শবনম বুবলী। তার নতুন ছবি ‘পাসওয়ার্ড’ এর শেষভাগের কাজ চলছে। তিনি এবং শাকিব খান ছাড়াও মিশা সওদাগর, ইমন, ডনসহ অনেকেই কাজ করছেন। এ ছবির শুটিং অভিজ্ঞতা নিয়ে বুবলী আরো বলেন, মালেক আফসারী একজন গুণী নির্মাতা। তার সঙ্গে কাজ করে অনেক কিছু শিখতে পেরেছি। এ ছবির শুরু থেকে এ পর্যন্ত খুব নিখুঁতভাবে কাজ চলছে। এক কথায় বলতে গেলে পাসওয়ার্ডে থাকবে নানা চমক। শুধু প্রযোজক-পরিচালক না, পুরো টিমটার প্রশংসা আমি করতে চাই। ‘পাসওয়ার্ড’ এর সহশিল্পীরা, সেট ডিজাইন, মেকআপ, সহকারী পরিচালক সকলেই বেশ পরিশ্রমী। ‘বসগিরি’, ‘শুটার’, ‘অহংকার’, ‘রংবাজ’, ‘চিটাগাইঙ্গা পোয়া নোয়াখাইল্লা মাইয়া’, ‘সুপার হিরো’ এবং ‘ক্যাপ্টেন খান’ নামের সাতটি ছবি এরইমধ্যে বুবলীর মুক্তি পেয়েছে। সামনের ঈদেও আসবে তার নতুন ছবি ‘পাসওয়ার্ড’। এ ছবির গানের শুটিংয়ে শিগগিরই তুরস্ক যাওয়ার কথা রয়েছে পুরো টিমের। সেখানকার সুন্দর সব লোকেশনে ছবিটির শুটিং হবে। বুবলী জানান, শাকিব খানের সঙ্গে কাজ করে এ পর্যন্ত অনেক কিছুই শিখতে পেরেছি। কাজ করতে গিয়ে এখনো শিখছি। তিনি আমাদের দেশের অনেক মেধাবী একজন অভিনেতা। আর আমি শাকিবের সঙ্গে বেশ কিছু কাজ করার সুযোগ পেয়েছি। বিশেষ করে আমাদের দুজনকে জুটি হিসেবে এরইমধ্যে গ্রহণ করেছেন দর্শকরা। ফলে একের পর এক ছবিতে দুজনের জুটি হিসেবে কাজ করার সুযোগ তৈরি হয়েছে। দর্শকের চাহিদা ছাড়া এতগুলো ছবিতে টানা কাজ করা সম্ভব ছিল না। এ কারণে দর্শকের কাছে আমি কৃতজ্ঞ। ‘পাসওয়ার্ড’ ছবিতে বুবলীর চরিত্রটি কেমন থাকছে? জবাবে তিনি বলেন, চরিত্রটি নিয়ে বেশিকিছু বলতে চাই না। শুধু বলবো, এটা একটা মিশনের গল্প। আর এর কাহিনি এবং আমার চরিত্রে নানান চমক থাকবে। অনেক নতুনত্ব রয়েছে এ ছবিতে। যা অন্য ছবিতে দর্শকরা দেখেননি। গত ঈদে ওয়াজেদ আলী সুমনের পরিচালনায় ‘ক্যাপ্টেন খান’ ছবিতে অভিনয় করে বুবলী দারুণ প্রশংসা পান। এদিকে এ অভিনেত্রী তিব্বতের একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করেন। এটি টিভিতে প্রচারের পর আরো বেশকিছু বিজ্ঞাপনের প্রস্তাব পেলেও সেগুলোতে কাজ করেননি তিনি। এর কারণ হিসেবে বলেন, ভালো মানের পণ্যের দু-একটি বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করতে পারলেই আমি খুশি। এত বেশি বিজ্ঞাপনে কাজ করতে চাই না। আর আমার ভালো ছবিতে কাজের চেষ্টা থাকে সব সময়। কতটুকু পেরেছি তা দর্শক বিচার করতে পারবে। তবে এমনিতে অনেক কাজের প্রস্তাব পেলেও বুঝেশুনে ভালোকিছু কাজই দর্শকদের উপহার দিতে চাই। সবশেষে বুবলী বলেন, বর্তমানে বেশকিছু ভালো চলচ্চিত্র নির্মাণ হচ্ছে। তাই চলচ্চিত্রের সময়টা খারাপ গেলেও আমার বিশ্বাস সিনেমা হলের পরিবেশ, পাইরেসিসহ সিনেমা হলে দর্শকবিমুখতার কারণ হিসেবে যেসব সমস্যা সৃষ্টি হয়েছে অবশ্যই খুব দ্রæত সেসবের সমাধান হবে বলে আমি আশা করছি।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here