জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আহম্মদ আলী বাঁচতে চায়

0
99
728×90 Banner

জবি সংবাদদাতা: জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ভূগোল ও পরিবেশ বিভাগের মাস্টার্স ২য় সেমিস্টার এর শিক্ষার্থী আহম্মদ আলী কোলন ক্যান্সারে আক্রান্ত। তার চিকিৎসার জন্য প্রায় ১২ লক্ষ টাকার প্রয়োজন।
আহম্মদ আলী গত ১০ ডিসেম্বর পেটের সমস্যা নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ ও হাসাপাতালে ভর্তি হয়। এরপর অবস্থার উন্নতি না হলে ১৩ ডিসেম্বর ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। সেদিনই জরুরী ভিত্তিতে অপারেশন করা হয়। এতে পেটে একাধিক টিউমার অপারেশন করা হয়। পরবর্তীতে সেই টিউমারের ‘বায়োপসি টেষ্ট’ করে কোলন ক্যান্সার কোষ সনাক্ত করা হয়। এতে তার Adenocarcinoma, grade-2 ধরা পড়ে।
বর্তমানে সে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সার্জারী বিভাগে চিকিৎসাধীন আছে। কয়েকদিনের মধ্যেই ঢাকা মেডিকেল কলেজ হাসাপাতালের রেডিওথেরাপি বিভাগে কেমো থেরাপি দেয়া শুরু হবে। ডাক্তারের সাথে কথা বলে জানা গেছে তার প্রায় ৮ থেকে ১০ টি কেমো সাইকেল লাগতে পারে। এতে প্রতি কেমোতে প্রায় ৮০ হাজার টাকা এবং অন্যান্য পরীক্ষা নিরীক্ষাসহ প্রায় ১২ লক্ষ টাকা প্রয়োজন।
এ সময় নিজ পরিবারের দায়িত্ব নেয়ার কথা ছিল। সেভাবেই এগোচ্ছিল আহম্মদ আলীর লেখাপড়া ও চাকুরীর প্রস্তুতি। কিন্তু হঠাৎ ভাগ্যাকাশে কালোমেঘের ঘনঘটা। ক্যান্সার নামক মারণব্যাধিতে আক্রান্ত। যে ছেলেটি ক্যাম্পাসে ছিল প্রাণ চঞ্চল হাসি খুশি। ছিল নানা সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনে নিয়মিত যোগাযোগ। সেই কিনা ক্যান্সারে আক্রান্ত। একটু মানবিক সহয়তায় পারে তার প্রাণচাঞ্চল্যতা ফিরিয়ে আনতে।
আহম্মদ আলীর বাড়ি নাটোর জেলার লালপুর উপজেলায়। বাবা মায়ের ২ সন্তানের মধ্যে সেই বড়। ছোট ভাই এইচএসসি ১ম বর্ষের ছাত্র। তার বাবা ইটভাটার শ্রমিক। তার বাবার পক্ষে এতো টাকায় চিকিৎসা ব্যয় বহন করা সম্ভব নয়। এজন্য আহম্মদ আলীর পরিবার ও বন্ধুরা সবার কাছে মানবিক সহায়তার জন্য আবেদন জানিয়েছেন।
মানবিক সহায়তা পাঠানার ঠিকানা:
বিকাশ ও রকেট = 01744822533-5 (জবি, ১০ম ব্যাচ)
বিকাশ ও নগদ = 01517828720 (জবি, ১০ম ব্যাচ)
ডাচ বাংলা একাউন্ট, আরিফুল ইসলাম মুরাদ, 1361050032213
ইসলামী ব্যাংক বাংলাদেশ, এ.বি.এম রেজায় রাব্বী, হিসাব নং-২৬৮০৫, হেড অফিস কমপ্লেক্স, ঢাকা।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here