জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টির বিকল্প নেই……. বাপ্পি সরদার

0
202
728×90 Banner

ডেইলি গাজীপুর প্রতিবেদক: জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতা সৃষ্টির বিকল্প নেই বলে মন্তব্য করেছেন সবুজ আন্দোলনের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বাপ্পি সরদার।
সোমবার বিকাল ৪ টায় আশুলিয়ার রবিন প্লাজায় সবুজ আন্দোলন সাভার উপজেলার শাখার উদ্যোগে “জলবায়ু সমস্যা মোকাবেলায় জনসচেতনতা সৃষ্টিতে করণীয়” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।
বাপ্পি সরদার বলেন, “অক্সফোর্ড ডিকশনারি ‘ক্লাইমেট এমার্জেন্সি’ নামে নতুন একটি শব্দ তাদের শব্দ ভান্ডারে সংযুক্ত করেছে। সারাবিশ্বের জলবায়ু বিশেষজ্ঞরা সতর্ক করছেন যে হারে জলবায়ু পরিবর্তন হচ্ছে তা ভয়াবহ রূপ ধারণ করবে আগামী অর্ধ শতাব্দীর মধ্যে। এতে বরফ গলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাওয়া পৃথিবীর নিম্নাঞ্চল ডুবে যাবে। যে সব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হবে বাংলাদেশ তার অন্যতম। যদিও বাংলাদেশের দায় খুবই কম। উন্নত আমেরিকা-চীন সহ পৃথিবীর বড় বড় শিল্পোন্নত দেশের কারণে আমাদের মতো দেশকে ভুগতে হবে। আমার পরবর্তী প্রজন্মকে এ ঝুঁকি থেকে বাঁচাতে জলবায়ু সংকট সম্পর্কে জনসচেনতা তৈরি করতে হবে। দায়ী রাষ্ট্রসমূহের কাছে থেকে ক্ষতিপূরণ আদায়ে আন্দোলন গড়ে তুলতে হবে।”
সভায় প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা করেন গ্লোবাল আইটি ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা ও সিইও এম. জাকারিয়া আলম। সবুজ আন্দোলন আশুলিয়া থানা সমন্বয়কারী মোহাম্মদ আলীর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন আশুলিয়া প্রেসক্লাবের প্রচার সম্পাদক হাজী আবুল হায়াত বাচ্চু, গ্রীণ বাংলা ই-কমার্স লিমিটেডের মার্কেটিং ম্যানেজার আমানউল্লাহ আমান, ডেপুটি মার্কেটিং ম্যানেজার মোঃ মনির হোসেন, মোঃ রুবেল আহমেদ প্রমুখ।

Print Friendly, PDF & Email
728×90 Banner

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here